রেডমি নোট 6 প্রো নভেম্বরে ভারতে হবে লঞ্চ, ডুয়েল সেলফি ক‍্যামেরা সেন্সরযুক্ত হবে ফোনটি

শাওমি ইন্ডিয়া ভারতীয় বাজারে তাদের রেডমি 6 সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে একসাথে তিনটি নতুন ফোন রেডমি 6, রেডমি 6এ ও রেডমি 6 প্রো লঞ্চ করেছিল। তিনটি ফোন‌ই এখন মার্কেটে সেল করা শুরু হয়ে গেছে এবং ফোনগুলি শাওমির অন‍্যতম জনপ্রিয় ফোনের লিস্টে নিজের জায়গা করে নিয়েছে। এবার শাওমি ফ‍্যানদের চমকে দেওয়ার জন্য একটি অসাধারণ খবর সামনে এসেছে। জানা গেছে শাওমি খুব তাড়াতাড়ি তাদের নতুন স্মার্টফোন রেডমি নোট 6 প্রো লঞ্চ করতে চলেছে।

শাওমি রেডমি নোট 6 প্রো সম্পর্কে জানা গেছে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে ভারতে রেডমি নোট 6 প্রো লঞ্চ করা হবে। রেডমি নোট 6 প্রো সম্পর্কে একটি ইমেজ মিডিয়া রিপোর্টে শেয়ার করা হয়েছে এবং এতে লঞ্চ ডেট উল্লেখ করা হয়েছে। এই ইমেজে শাওমি রেডমি নোট 6 প্রোর লঞ্চ ডেটের সামনে “1.. নভেম্বর” লেখা আছে। অর্থাৎ শাওমি তাদের ফোনটি 11ই অক্টোবর থেকে 19শে অক্টোবরের মধ্যে ভারতে লঞ্চ করা হবে।

শাওমির পক্ষ থেকে রেডমি নোট 6 প্রো থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে যেখানে ফোনটির দাম 6,990 থাই ভাট অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 15,599 টাকা রাখা হয়েছে। রেডমি নোট 6 প্রোর ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

রেডমি নোট 6 প্রো 19:9 আসপেক্ট রেশিওযুক্ত করা হয়েছে যার মধ্যে নচ আছে। ফোনে 2280 × 1080 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি মিইউআই 9.6 যুক্ত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং 14 এন‌এম কোরিও 260 সিপিইউয়ের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে রেডমি নোট 6 প্রো 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 509 জিপিইউ আছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। রেডমি নোট 6 প্রো এআই টেকনিকযুক্ত করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here