Xiaomi শীঘ্রই লঞ্চ করবে Mi Pad 5, পোস্টারের মাধ্যমে জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য

শাওমি খুব তাড়াতাড়ি মার্কেটে তাদের দুটি ট‍্যাবলেট ডিভাইস Mi Pad 5 এবং Mi Pad 5 Pro লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী মাসে অর্থাৎ আগস্ট, 2021 শেষ হ‌ওয়ার আগেই চীনে এই ট‍্যাবলেট দুটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির তাদের আগামী CC11 সিরিজের ফোনের সঙ্গে এই ট‍্যাবলেট দুটি একসঙ্গে লঞ্চ করবে বলে জানা গেছে। Mi Pad 5 এবং Mi Pad 5 Pro ডিভাইস দুটি লঞ্চের আগেই বিভিন্ন লিকের মাধ্যমে এগুলির স্পেসিফিকেশন জানা গেছে। এবার একটি পোস্টারের মাধ্যমে Mi Pad 5 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ডিসপ্লে, ক‍্যামেরা, প্রসেসর ও কানেক্টভিটি সামনে এসেছে।

Xiaomi Mi Pad 5 এর স্পেসিফিকেশন ও ডিজাইন

চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে Mi Pad 5 এর এই পোস্টার শেয়ার করা হয়েছে। এই পোস্টার থেকে Mi Pad 5 এর ফ্রন্ট ও রেয়ার প‍্যানেলের ডিজাইন রিভিল হয়েছে। Mi Pad 5 এর ফ্রন্ট প‍্যানেলে অত‍্যন্ত পাতলা বেজল রয়েছে। পোস্টার থেকে জানা গেছে এই ট‍্যাবলেটে 2K রেজলিউশনযুক্ত ডিসপ্লে দেওয়া হবে অর্থাৎ এর রেজলিউশন 2048 × 1080 পিক্সেল অথবা 2560 × 1440 পিক্সেল হতে পারে। এছাড়া এই ডিসপ্লের রিফ্রেশরেট হতে পারে 120 হার্টস।

Mi Pad 5 এর এই পোস্টারে ফিচার সেকশনে 860 লেখা আছে। তাই মনে করা হচ্ছে শাওমির আগামী Mi Pad 5 কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 860 চিপসেটে রান করতে পারে। তবে আমরা এখনও পর্যন্ত এবিষয়ে নিশ্চিত ন‌ই। এর আগে একটি লিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল Mi Pad 5 মডেলটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 এস‌ওসি এবং Mi Pad 5 Pro ভেরিয়েন্টটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে রান করতে পারে। এই ট‍্যাবলেটে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। পোস্টার থেকে আরও জানা গেছে Mi Pad 5 এর নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, দুটি স্পীকার ও মাইক থাকবে। এক‌ইভাবে ট‍্যাবলেটের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন দেওয়া হবে। মনে করা হচ্ছে এই ডিভাইসের ব‍্যাক প‍্যানেল মেটালের তৈরি।

Mi Pad 5 এর এই পোস্টার যদি সত্যি হয়ে থাকে তবে শাওমি শীঘ্রই এই ট‍্যাবলেটটি লঞ্চ করতে চলেছে। লিক পোস্টার অনুযায়ী Mi Pad 5 10.95 ইঞ্চির ডিসপ্লে, 20 মেগাপিক্সেল + 13 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা, 8,720 এম‌এএইচের ব‍্যাটারি এবং অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here