Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8

Xiaomi গত মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রথম 64 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হিসাবে Redmi Note 8 সিরিজ পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Redmi Note 8 এবং Redmi Note 8 Pro স্মার্টফোন পেশ করেছে যা এই মুহূর্তে শুধুমাত্র চীনে সেল করা হচ্ছে। Redmi Note 8 Pro এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে কোম্পানির পক্ষ থেকে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং Redmi Note 8 এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টেও 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। কিন্তু এবার Xiaomi তাদের Redmi Note 8 ফোনটিকে আরও শক্তিশালী বানাতে চলেছে। 

লঞ্চের আগেই জানা গেল ডুয়েল পপ-আপ সেলফি ক‍্যামেরাযুক্ত Vivo V17 Pro এর দাম, ভারতে লঞ্চ হবে 20 সেপ্টেম্বর

চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে Redmi Note 8 ফোনটি আপডেট করা হয়েছে। টেনার এই নতুন লিস্টিঙে Redmi Note 8 ফোনটি আরও বেশি র‍্যাম ও স্টোরেজের সঙ্গে দেখানো হয়েছে। লিস্টিং অনুযায়ী কোম্পানি Redmi Note 8 ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে যা খুব তাড়াতাড়ি টেক মঞ্চে পেশ করা হবে। 8 জিবি র‍্যামযুক্ত এই নতুন ভেরিয়েন্টে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। 

Redmi Note 8 

শাওমির পক্ষ থেকে Redmi Note 8 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির আইপিএস এলসিডি ডট নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে, যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এর পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। 

Exclusive : Thomson কোলকাতায় লঞ্চ করল একসঙ্গে তিনটি নতুন টিভি

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে Redmi Note 8 এ 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং 2 মেগাপিক্সেলের‌ই চতুর্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

চীনে আপাতত Redmi Note 8 ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট পাওয়া যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য Redmi Note 8 এ রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জি সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here