2,000 কম দামে পাওয়া যাবে শাওমি রেডমি নোট 6 প্রো, জেনে নিন কিভাবে কিনবেন

শাওমি খুব তাড়াতাড়ি ভারতে রেডমি নোট 7 প্রো ও রেডমি নোট 7 লঞ্চ করতে চলেছে। কোম্পানি তাদের গত বছরের নভেম্বরে লঞ্চ করা রেডমি নোট 6 প্রোতে ডিসকাউন্ট শুরু করেছে। ফোনটি ফ্লিপকার্ট মি ডট কমে একটি স্পেশাল অফারে এই ফোন বিক্রি করা হচ্ছে।

এমডব্লিউসিতে দেখা গেল ভারতীয় কোম্পানির দম, লঞ্চ হল 6 জিবি র‍্যাম, পপ আপ ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ওয়ালা স্মার্টফোন

দাম
শাওমি রেডমি নোট 6 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। এবং ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কিন্তু তিন দিনের জন্য এই ডিভাইস ফ্লিপকার্টে ও কোম্পানির ওয়েবসাইটে যথাক্রমে 11,999 টাকা ও 13,999 টাকা দামে কেনা যাবে।

শাওমি তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে টুইট করে একথা জানিয়েছে। টুইট অনুযায়ী 26 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি “মান্থ এন্ড মোবাইল ফেস্ট” উপলক্ষে মাত্র 11,999 টাকা দামে ফোন বেচা হবে। টুইটে 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের ফোটো দেখানো হয়েছে। এছাড়া এই সেলে ফোনের 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও মাত্র 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

এমডব্লিউসি 2019 : এসে গেল কবজিতে পড়ার জন্য স্মার্টফোন, ফোল্ডেবল ফোনের টেকনোলজি পিছনে ফেলে এগিয়ে গেল কোম্পানি

শুধু এটুকুই নয় এছাড়া এই ফোনে 2,000 টাকা প্রতি মাসের নো কস্ট ইএম‌আই অপশন‌ও আছে। পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে 11,950 টাকার এক্সচেঞ্জ বোনাস‌ও দেওয়া হচ্ছে। এর সঙ্গে অ্যাক্সিস ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাওয়া যাবে।

এই ফোনে 5.84 ইঞ্চির এফ‌এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেদলিউশন 1080 × 2280 পিক্সেল। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 625 চিপসেটে রান করে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে ইএম‌ইউআই 9.6 এ কাজ করে।

কোয়ালকম লঞ্চ করল ওয়াইফাই 6 চিপসেট, এখন গাড়িতেও চলবে 5জি ইন্টারনেট

শাওমি রেডমি নোট 6 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা। এতে ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ আছে। ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেল প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারের 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here