17 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত Redmi 9 Power, জেনে নিন দাম

বছর শেষ হ‌ওয়ার আগেই শাওমি ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও আরও কিছুটা বাড়িয়ে নিতে চাইছে। কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি Redmi 9 Power নামে নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে। এবার স্বয়ং শাওমি অফিসিয়ালি এই ফোনটি লঞ্চের কথা জানিয়ে দিয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 17 ডিসেম্বর এই নতুন স্মার্টফোন ভারতে পেশ করা হবে।

আরও পড়ুন: নতুন বছরের প্রস্তুতি নিচ্ছে Samsung, ইন্ডিয়ান সাইটে লিস্টেড হল দুটি সস্তা ফোন

শাওমি ঘোষণা করেছে যে আগামী 17 ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে একটি অনলাইন ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চেই তাদের রেডমি সিরিজে Redmi 9 Power ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এই ইভেন্টটি লাইভ টেলিকাস্ট করবে যা শাওমির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে দেখা যাবে। এই ফোনটির দাম কত হবে এবং কবে থেকে সেল করা হবে তা জানার জন্য এখন 17 ডিসেম্বরের অপেক্ষা করা হচ্ছে।

Redmi 9 Power

চীনে Redmi 9 Power ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ও মিইউআই 12 এর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করে।

আরও পড়ুন: নন চাইনিজ কোম্পানি আনছে 600MP ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, বদলে যাবে মোবাইল ফোনের ইতিহাস

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Redmi 9 Power ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি থাকবে ও দ্বিতীয় মডেলটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। প্রসঙ্গত চীনে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Redmi 9 Power এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

আরও পড়ুন: চাইনিজ কোম্পানি Xiaomi এর বিরুদ্ধে আদালতে এই কোম্পানি, ভারতে বন্ধ হতে পারে স্মার্টফোন বিক্রি

Redmi 9 Power একটি ডুয়েল সিম স্মার্টফোন এবং এতে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। লিক অনুযায়ী ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আশা করা হচ্ছে ফোনটির দাম 15,000 টাকার আশেপাশে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here