5,000 এম‌এএইচের ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi 8A, লঞ্চের আগেই লিক হলো স্পেসিফিকেশন

গত সপ্তাহে চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে একটি Xiaomi স্মার্টফোন লিস্টেড করা হয় যাকে মিডিয়া রিপোর্টে Redmi Note 8 সিরিজের মডেল বলা হয়েছে। যেদিন থেকে Redmi General Manager Lu Weibing এই সিরিজ সম্পর্কে ঘোষণা করেছেন সেদিন থেকেই গোটা টেক জগত Redmi Note 8 সিরিজের জন্য অপেক্ষা করছে। শক্তিশালী Redmi Note সিরিজ ছাড়া কোম্পানি Redmi সিরিজেও কাজ করছে। শোনা যাচ্ছে এই সিরিজে সবার আগে Redmi 8A লঞ্চ করা হবে। এত সমালোচনার মাঝে Redmi 8A এর রিয়েল ইমেজ লিক হয়ে গেছে যার থেকে এই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

Realme 5 Pro লঞ্চের আগে 1,000 টাকা দাম কমলো Realme 3 Pro এর দাম, জেনে নিন নতুন দাম

Xiaomi Redmi 8A এর রিয়েল ফোটো বিখ্যাত টিপস্টার স্ল‍্যাশলিক শেয়ার করেছেন। এই ফোটোর মাধ্যমে একদিকে যেমন ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে তেমনই অন‍্যদিকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। লিকে ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল দেখানো হয়েছে। ফোটোয় ফোনটির সেটিংস মেনু দেখা যাচ্ছে যার থেকে ইমেজে দেখানো ফোন মডেলের রিয়েল স্পেসিফিকেশন‌ও জানা গেছে।

ডিজাইন
ফোটোয় দেখানো ফোনটির নাম বলা হচ্ছে Xiaomi Redmi 8A। ফোনটির ব‍্যাক প‍্যানেল এই ফোনটিকে আজ পর্যন্ত লঞ্চ হ‌ওয়া Redmi সিরিজে লঞ্চ হ‌ওয়া সমস্ত স্মার্টফোনের থেকে আলাদা করে তুলেছে। ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর অবস্থিত। ব‍্যাক প‍্যানেলে মাঝখানে একটি ভার্টিক‍্যাল স্ট্রাইপ করা হয়েছে এবং এতে সবার ওপরে দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ক‍্যামেরার ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সবার নিচে Redmi এর ব্র‍্যান্ডিং আছে। এই লাইনে সবার ওপরে আছে ফ্ল‍্যাশ লাইট।

কিভাবে বিনামূল্যে পাবেন জিওর 4K LED TV?

Redmi 8A এর ব‍্যাক প‍্যানেলে “Design by Xiaomi” লেখা আছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ছোট “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট আছে, এতে Redmi লেখা আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ফোটোয় ফোনটি লাল রঙের দেখানো হয়েছে।

স্পেসিফিকেশন
Xiaomi Redmi 8A এর লিকে দেখানো ফোটো এবং এতদিনে সামনে আসা রিপোর্ট অনুযায়ী এই ফোনে 1520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.26 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইযুক্ত মিইউআই 10 সহ পেশ করা হতে পারে যা 2 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেট দেখা যেতে পারে।

Xiaomi 21 আগস্ট ভারতে লঞ্চ করবে 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,030 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Mi A3

ফোটোয় Xiaomi Redmi 8A তে 4 জিবি র‍্যাম দেখা গেছে এবং এতে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। লিক অনুযায়ী Xiaomi Redmi 8A এর 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী তিনটি ভেরিয়েন্টেই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Xiaomi Redmi 8A এর ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে লিকে বলা হয়েছে যে এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেখা যেতে পারে। লিকে বলা হয়েছে যে Xiaomi Redmi 8A একটি ডুয়েল সিম ফোন হবে যা 4জি সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here