জানা গেল দীপাবলির আগেই ভারতে লঞ্চ করবে রেডমি নোট 6 প্রো, এটি রেডমি নোট 5 প্রোর থেকেও যথেষ্ট অ্যাডভান্স

কয়েক সপ্তাহ আগে শাওমি রেডমি নোট 5 প্রোর আপডেটেড ভার্সন রেডমি নোট 6 প্রো হঠাৎ করেই থাইল্যান্ডে লঞ্চ করে দেয়। লঞ্চ করা বড় ব‍্যাপার নয়, তবে এত জনপ্রিয় একটি ডিভাইস এত গোপনভাবে লঞ্চ করার ফলে এটি সমালোচনার বিষয় হয়ে দাড়ায়। এর সঙ্গেই শোনা যেতে থাকে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতসহ অন‍্যান‍্য দেশে লঞ্চ করে দেওয়া হবে। সেখানে দাঁড়িয়ে আজ রেডমি নোট 6 প্রো সম্পর্কে একটি বড় খবর পাওয়া গেছে।

মাই স্মার্ট প্রাইস জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফোনটি লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে ফোনটি দীপাবলির আগেই ভারতে লঞ্চ করা হবে। এর সঙ্গে ওয়েবসাইট কালার ও মেমরি ভেরিয়েন্ট সম্পর্কেও জানিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী শাওমি রেডমি নোট 6 প্রো ভারতে 4 জিবি র‍্যাম + 64 জিবি মেমরি ও 6 জিবি র‍্যাম + 64 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। জানা গেছে রেডমি নোট 6 প্রোতে 256 জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করবে। ভারতেও এক‌ই ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হবে। এর সঙ্গে ফোনটি রোজ গোল্ড, ব্ল‍্যাক ও ব্লু বা রেড সহ তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

আপাতত ফোনটির দাম সম্পর্কে জানা যায়নি তবে আশা করা হচ্ছে ফোনটি রেডমি নোট 5 প্রোর প্রাইস সেগমেন্টে লঞ্চ করবে।

ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল প্রাইমারি ও 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেলে 20 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা সেট‌‌আপ আছে।

শাওমি রেডমি নোট 6 প্রোতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটযুক্ত এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here