Mi Smarter Living 2022: Xiaomi এর মেগা লঞ্চ ইভেন্ট, ল‍্যাপটপ থেকে শুরু করে ফিটনেস ব‍্যান্ড লঞ্চ হবে অনেক কিছু

শাওমি আগামী 26 আগস্ট ভারতে Mi Smarter Living 2022 ইভেন্টের আয়োজন করতে চলেছে। কোম্পানির অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে টুইট করে এই কথা জানিয়েছেন। আগামী Mi Smarter Living 2022 ইভেন্টের মঞ্চে কোম্পানি একদম নতুন IoT প্রোডাক্ট লঞ্চ করবে। এই ইভেন্টের ব‍্যাপারে কোম্পানি এতটাই গোপনীয়তা রক্ষা করছে যে এই ইভেন্টে লঞ্চ হতে চলা প্রোডাক্টগুলি সম্পর্কে ধারণা করাও মুশকিল। বিগত বেশ কিছু সময় ধরে শাওমি তাদের ব‍্যাকলিট কীবোর্ড সহ Mi Notebook টীজ করে আসছে, তাই আমরা আশা করছি আগামী 26 আগস্ট এই ল‍্যাপটপ লঞ্চ করা হতে পারে। এছাড়া Mi Smarter Living 2022 এর মঞ্চ থেকে Mi Band 6 এবং অন‍্যান‍্য কিছু প্রোডাক্ট লঞ্চ করা হবে।

Airtel vs Jio vs Vi: 60 দিন ভ‍্যালিডিটির কোন কোম্পানির প্রিপেইড প্ল‍্যান বেস্ট?

শাওমি টুইট করে জানিয়ে দিয়েছে আগামী 26 আগস্ট দুপুর 12টা থেকে Mi Smarter Living 2022 ইভেন্টটি শুরু হবে। কোম্পানি এখনও পর্যন্ত জানায়নি যে এই ইভেন্টের মঞ্চে কোন কোন প্রোডাক্ট পেশ করা হবে। তবে কিছু লিকে এই ইভেন্টের সম্ভাব্য প্রোডাক্টগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে।

India Today এর রিপোর্টে বলা হয়েছে শাওমির চীফ বিজনেস অফিসার রঘু রেড্ডি জানিয়েছেন কোম্পানি শীঘ্রই ব‍্যাকলিট কীবোর্ড সহ Mi Notebook লঞ্চ করতে চলেছে। নতুন মি নোটবুকের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আভাস পাওয়া যায়নি। রঘু রেড্ডি আরও জানিয়েছেন নতুন মি নোটবুক লঞ্চের সঙ্গে সঙ্গে কোম্পানি উপস্থিত লাইন‌আপ বন্ধ করে দেবে। অর্থাৎ এরপর থেকে আর Mi Notebook 14, Mi Notebook 14 Horizon Edition, Mi Notebook 14 e-learning Edition ল‍্যাপটপগুলি নতুন সিরিজ লঞ্চ হলে আর পাওয়া যাবে না।

আগামী 26 আগস্ট Mi Smarter Living 2022 এর মঞ্চে দাঁড়িয়ে কোম্পানি Mi Band 6 ফিটনেস ব‍্যান্ড লঞ্চ করতে পারে। এটি কোম্পানির লঞ্চ করা জনপ্রিয় মি ব‍্যান্ড 5 এর সাকসেসার হতে চলেছে। এতে 1.56 ইঞ্চির এমোলেড ডিসপ্লে, SpO2 সেন্সর, 30টি এক্সারসাইজ মোড এবং 14 দিনের ব‍্যাটারি লাইফ থাকবে বলে জানা গেছে। কোম্পানি তাদের আগামী Mi Band 6 এর Non NFC ভার্সনটি 229 CNY অর্থাৎ প্রায় 2,500 টাকা দামে লঞ্চ করতে পারে। আমরা মনে করছি এর দাম রাখা হবে 2,499 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here