Home খবর শাওমি মি নোট 4 15ই অক্টোবর হবে লঞ্চ, এতে থাকছে তিনটি রেয়ার ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

শাওমি মি নোট 4 15ই অক্টোবর হবে লঞ্চ, এতে থাকছে তিনটি রেয়ার ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

চীনের অ্যাপেল নামে পরিচিত শাওমি আগেই ঘোষণা করেছে আগামী 15ই অক্টোবর তাদের হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন মি মিক্স 3 লঞ্চ করতে চলেছে। বিভিন্ন লিক থেকে মি মিক্স 3 এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা যাচ্ছে। আজ শাওমির পক্ষ থেকে এক নতুন খবর পাওয়া গেছে যা শাওমি ফ‍্যানদের জন্য অনেক বড় একটি সুখবর। খবরটি হল আগামী 15ই অক্টোবর কোম্পানি শাওমি মি মিক্স 3 এর সঙ্গে আরও একটি স্মার্টফোন লঞ্চ করবে যা মি নোট 4 নামে লঞ্চ করা হবে।

শাওমি 15ই অক্টোবর চীনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চে কোম্পানি একসাথে দুটি স্মার্টফোন লঞ্চ করবে। একটি হল মি মিক্স 3 এবং অপরটি হল মি সিরিজের‌ই মি নোট 4 শাওমি আপাতত মি নোট 4 সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করেনি তবে আইটি হোম শাওমি মি নোট 4 এর টিজার ইমেজ শেয়ার করেছে যেখান থেকে ফোনটির লঞ্চ সম্পর্কে জানা গেছে।

মি নোট 4 সম্পর্কে বলা হচ্ছে এই ফোনটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী স‍্যামসাং বিক্সবের মতোই মি নোট 4 ফোনটিও এআই ভয়েস অ্যাসিসট‍্যান্ট যুক্ত হবে এবং এর জন্য আলাদা ডেডিকেটেড বাটন দেওয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী শাওমি মি নোট 4 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হবে।

মি নোট 4 ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এর আগে মি নোট 4 এর লঞ্চ বা এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে লিক থেকে যা জানা গেছে তা দেখে বলা যায় ফোনটি মিড বাজেটে লঞ্চ করা একটি হাইএন্ড ডিভাইস হবে। প্রসঙ্গত শাওমি ভারতে মি নোট সিরিজের কোনো ফোন লঞ্চ করা হয় না, তাই মি নোট 4 এর ভারতে লঞ্চ সম্পর্কে কোনো আশা করা যায় না।