শাওমি মি ম‍্যাক্স 3 এর লঞ্চ ডেট ঘোষণা, 15ই সেপ্টেম্বর লঞ্চ, দুর্দান্ত স্পেশিফিকেশনের সঙ্গে অসাধারন লুক

শাওমি মি ম‍্যাক্স 3 সম্পর্কে অনেক দিন ধরে লিক এসে চলেছে। একটি একটি লিকে ফোনটির এক এক ধরনের স্পেশিফিকেশন, ডিজাইন ও লুকের কথা বলা হচ্ছে। শাওমির এই স্মার্টফোন সম্পর্কে এত কথা শোনা গেছে যে মনে করা হচ্ছিল ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। সমস্ত ভুয়ো খবরে জল ঢেলে মি ম‍্যাক্স 3 এর লঞ্চ ডেট জানা গেছে। শোনা যাচ্ছে কোম্পানি 15ই সেপ্টেম্বর ফোনটি লঞ্চ করবে।

কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, এখবর দিয়েছে বিদেশি ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পিওর। ওয়েবসাইটে বলা হয়েছে কোম্পানি আগামী 15ই সেপ্টেম্বর শাওমি মি ম‍্যাক্স 3 লঞ্চ করবে। এই রিপোর্টে একটি ফোনের টিজার দেখিয়ে তাকে মি ম‍্যাক্স 3 বলা হয়েছে।

এই টিজারে ফোনের নিচের দিকের অর্ধেক ফ্রন্ট প‍্যানেল দেখানো হয়েছে। এই ফোনটি সম্পূর্ণ বেজল লেস, এর দুই সাইড ও নিচের দিকে একটুও বডি পার্ট বেরিয়ে নেই। এটি একটি ট্রু বেজল লেস স্মার্টফোন অর্থাৎ এর ফ্রন্ট প‍্যানেলে সম্পূর্ণ অংশ জুড়ে ডিসপ্লে আছে।

এই টিজারে দেখানো ফোনে শাওমির লোগো দেখা যায়নি এবং এতে সমস্ত লেখা চীনা ভাষায় রয়েছে। তাই এটি যে সত্যি শাওমি মি ম‍্যাক্স 3 তার সত‍্যতা প্রমাণ হয়নি। কিন্তু ওয়েবসাইটের কথা সত্যি মানলে এটিকেই মি ম‍্যাক্স 3 মেনে এর লঞ্চ ডেট 15ই সেপ্টেম্বর ধরতে হবে।

কিছু দিন আগে চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতেও মি ম‍্যাক্স 3 এর ফোটো শেয়ার করা হয়েছে। সেখানেও ফোনটি সম্পূর্ণ বেজল লেস দেখানো হয়েছে। লিক অনুযায়ী এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশের‌ও বেশি হবে এবং এতেও ভিভো নেক্সের মত পপ সেলফি ক‍্যামেরা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here