32 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা ও অসাধারণ প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো Mi A3, জেনে এই দুর্দান্ত ফোনটির অবাক করা স্পেসিফিকেশন

চীনের টেক কোম্পানি শাওমি আজ ভারতে তাদের অ্যান্ড্রয়েড ওয়ান ওএসযুক্ত ডিভাইস Mi A3 লঞ্চ করে দিয়েছে। লঞ্চের আগে কোম্পানির পক্ষ থেকে অনেক টিজ করা হয়েছে, আজ এসবের সমাপ্তি ঘটলো। এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। কোম্পানির কথা অনুযায়ী Mi A3 বিশ্বের প্রথম স্মার্টফোন যা ট্রিপল কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড।

Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও

দাম ও সেল
Xiaomi Mi A3 ফোনটি কোম্পানির পক্ষ থেকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার মধ্যে একটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং অপরটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত। Xiaomi Mi A3 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 12,999 টাকা রাখা হয়েছে। অন‍্যদিকে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Not Just Blue, More Than White এবং Kind of Grey কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামী 23 আগস্ট থেকে মি.কম এবং আমাজন ইন্ডিয়াতে ফোনটি বেচা হবে।

ডিসপ্লে ও ডিজাইন
Xiaomi Mi A3 তে ওয়াটারড্রপ নচ ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। শাওমির এই ফোনটিকে 6.08 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 720 × 1520 পিক্সেল। এই ফোনটির আসপেক্ট রেশিও 19:9 এবং এই ফোনটির ওপরে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে।

256 জিবি স্টোরেজ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+, জেনে নিন দাম

র‍্যাম ও স্টোরেজ
কোম্পানি তাদের এই অ্যান্ড্রয়েড ওয়ানযুক্ত স্মার্টফোনটি দুটি র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Xiaomi Mi A3 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে বাড়ানো যায়।

ক‍্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য Xiaomi Mi A3 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও ডেপ্থ সেন্সিং ফিচারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি

ওএস ও প্রসেসর
কোম্পানির পক্ষ থেকে Xiaomi Mi A3 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

ব‍্যাটারী ও কানেক্টিভিটি
Xiaomi Mi A3 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কুইক চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এই ফোনে 4জি ভোএলটিই, জিপিএস/এ-জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here