শাওমি মি 9 এ থাকবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা হোল ডিসপ্লে

কিছু দিন আগে খবর পাওয়া যায় শাওমি 48 এমপি ক‍্যামেরাওয়ালা ফোন লঞ্চ করতে চলেছে। এই কথা কোনো লিকের মাধ্যমে নয় বরং স্বয়ং কোম্পানির প্রেসিডেন্ট লীন বিন ঘোষণা করেছেন। তখন ফোনের নাম বলা না হলেও আজ বেশ কিছু তথ্য জানা গেছে যেখানে ফোনের নাম থেকে শুরু করে কিছু স্পেসিফিকেশনের উল্লেখ করা আছে। জানা গেছে ফোনটি শাওমি মি 9 হতে পারে। প্রতি বছর কোম্পানি শাওমি মি সিরিজে তাদের ফ্ল‍্যাগশিপ ফোন লঞ্চ করে এবং এই নতুন বছরে মি 9 লঞ্চ করা হবে। আজ যে তথ্য পাওয়া গেছে সেখান থেকে জানা যায় এই ফোনে স্ক্রিনের নিচে হোল ডিসপ্লে ডিজাইনে সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে।

আবার দাম কমল ওপ্পো এ3এসের, এখন মাত্র 8,990 টাকা দামে কেনা যাবে এই নচ স্ক্রিন ও বড় ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন

মাই ড্রাইভারের দেওয়া তথ্য অনুযায়ী শাওমির আগামী 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোনের জন্য কোম্পানি এলসিডি ডিসপ্লে প‍্যানেলের ব‍্যবহার করতে চলেছে এবং এই ডিসপ্লে চীনা ডিসপ্লে মেকার কোম্পানি বোই তৈরি করছে। এতে ফুল বেজল লেস স্ক্রিন দেখা যাবে না। নিচের দিকে কিছু পরিমাণ বেজল দেখা যেতে পারে।

18 ডিসেম্বর লঞ্চ হবে লেনোভো জেড5এস, এতে থাকবে ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরা ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেন্সর

রিপোর্টে বলা হয়েছে শাওমির এই ফোনের ডিজাইন স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস ও হুয়াই নোভা 4 এর মতো বানানো হয়েছে যেখানে স্ক্রিনে একটু সাইডের দিকে হোল ক‍্যামেরা থাকবে। শাওমি মি 9 সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি কোয়ালকমের সবচেয়ে নতুন চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করতে পারে। ফোটোগ্ৰাফির জন্য এতে সোনী আইএম‌এক্স 586 সেন্সর বা স‍্যামসাঙের ক‍্যামেরা সেন্সরের ব‍্যবহার করতে পারে। অফিসিয়ালি বলা হয়েছে ফোনটি মিইউআই 10 যুক্ত হবে। আশা করা হচ্ছে ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইসহ লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here