ভারতে আসছে শাওমির শক্তিশালী ফোন Mi 10T Lite, লিস্টেড হল ওয়েবসাইটে

গত 30 সেপ্টেম্বর শাওমি টেক মঞ্চে তাদের নতুন ‘মি 10টি’ সিরিজ পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Xiaomi Mi 10T, Xiaomi Mi 10T Pro ও Xiaomi Mi 10T Lite স্মার্টফোন লঞ্চ করা হয়। ইউরোপীয় মার্কেটে লঞ্চের পর শাওমি মি 10টি সিরিজ ভারতে আসার কথা শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করে জানানো হয়। এবার ইন্ডিয়ান সার্টিফিকেশন সাইটে Xiaomi Mi 10T Lite ফোনটি লিস্টেড হয়ে গেছে।

আরও পড়ুন: ভারতে আসতে চলেছে কম দামের স্মার্টফোন OPPO A15, লিস্টেড হল আমাজন ইন্ডিয়াতে

ব্লুটুথ এস‌আইজি অথরিটিতে Xiaomi Mi 10T Lite স্মার্টফোনটি স্পট করা হয়েছে। আজ অর্থাৎ 5 অক্টোবর ফোনটির গ্লোবাল ভার্সনের সঙ্গে ইন্ডিয়ান ভার্সন এই ওয়েবসাইটে লিস্টেড করা হয়। এই সার্টিফিকেশন সাইটে ফোনটি M2007J171 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং মডেল নাম্বারের পাশাপাশি এই লিস্টিঙে Mi 10T Lite এর নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এই লিস্টিং দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি ভারতে তাদের Mi 10T ও Mi 10T Pro এর সঙ্গে Mi 10T Lite ফোনটিও লঞ্চ করবে।

Xiaomi Mi 10T Lite

Mi 10T Lite 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড এবং এটি 120 হার্টস রিফ্রেসরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে। Mi 10T Lite 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনটি কোয়ালকমের সবচেয়ে দ্রুতগতির 5জি চিপসেট নামে পরিচিত স্ন‍্যাপড্রাগন 750জি তে রান করে।

আরও পড়ুন: 9,999 টাকা দামে লঞ্চ হল 6GB RAM, 5200mAh ও কোয়াড ক‍্যামেরাযুক্ত সস্তা স্মার্টফোন

কোম্পানি তাদের Mi 10T Lite 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও পোর্ট্রেট শটের জন্য 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi 10T Lite 5G তে 4,820 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিঙের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি আছে।

ইউরোপীয় মার্কেটে Mi 10T Lite 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ EUR 279 (প্রায় 24,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে EUR 329 (প্রায় 28,300 টাকা)। আশা করা হচ্ছে ভারতেও ফোনটি এক‌ই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here