এনবিটিসি এবং ক্যামেরা এফভি 5 সাইটে লিস্টেড হল Xiaomi 14T Pro, শীঘ্রই হতে পারে লঞ্চ

আগামী কয়েক মাসের মধ্যে শাওমি তাদের Xiaomi 14T Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। এনবিটিসি সার্টিফিকেশন এবং ক্যামেরা এফভি 5 সাইটে এই আপকামিং স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এই ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে। তবে ভারতে এই ফোনটি না ও লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।

Xiaomi 14T Pro এর এনবিটিসি লিস্টিং

  • NBTC সার্টিফিকেশন সাইটে আপকামিং Xiaomi স্মার্টফোনটি 2407FPN8EG মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিঙের মাধ্যমে জানা গেছে কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Xiaomi 14T Pro নাম সহ লঞ্চ করতে পারে।
  • NBTC সার্টিফিকেশন অনুযায়ী আপকামিং Xiaomi 14T Pro স্মার্টফোনে GSM /WCDMA/LTE/NR ফিচার কানেক্টিভিটি সাপোর্ট দেওয়া হতে পারে।
  • জানিয়ে রাখি এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের নাম, মডেল নাম্বার এবং ফিচার কানেক্টিভিটি ফিচার ছাড়া আর অন্যান্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

Xiaomi 14T Pro এর ক্যামেরা এফভি 5 লিস্টিং

  • ক্যামেরা এফভি 5 লিস্টিঙে Xiaomi 14T Pro স্মার্টফোনটি দেখা গেছে।
  • লিস্টিঙের মাধ্যমে এই স্মার্টফোনে f/1.6 অ্যাপচার, 12.6MP পিক্সেল বিনিং এবং OIS ফিচারযুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
  • এই আপকামিং স্মার্টফোনে 12.6MP পিক্সেল বিনিং থাকার জন্য এই ফোনটিতে 50MP প্রাইমারি লেন্স দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • এই স্মার্টফোনে f/2.0 অ্যাপচারযুক্ত সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এতে 8.1MP পিক্সেল-বিন্ড ইমেজ ক্যাপচার করার ক্ষমতা রয়েছে বলে জানা গেছে।
  • প্রকাশ্যে আসা খবর অনুযায়ী ফ্ল্যাগশিপ লেবল এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে আগের মডেলের মতোই Leica সাপোর্টেড ক্যামেরা দেওয়া হতে পারে।

Xiaomi 14T Pro এর সম্ভাব্য ডিটেইলস

  • এই আপকামিং Xiaomi 14T স্মার্টফোনটি আগস্ট বা সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • এই আপকামিং Xiaomi 14T স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.25GHz হাই ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
  • Xiaomi 14T সিরিজের ভারতে লঞ্চ হওয়ার আশা অনেক কম, কারণ কোম্পানি Xiaomi 12T এবং Xiaomi 13T সিরিজে ভারতে পেশ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here