Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi 14T, IMDA সাইটে হল লিস্টেড

শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi 14T, IMDA সাইটে হল লিস্টেড

শাওমি আগামী মাসে তাদের 14T সিরিজ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই Xiaomi 14T স্মার্টফোনটি আইএমডিএ সাইটে লিস্টিং করা হল। জানিয়ে রাখি এর আগে IMEI সাইটে দেখা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং স্মার্টফোনের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Xiaomi 14T এর IMDA লিস্টিং

Xiaomi 13T এর স্পেসিফিকেশন