Vodafone পেশ করলো 229 টাকার প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলিঙের সঙ্গে পাওয়া যাবে প্রতিদিন 2 জিবি ডেটা

ভারতীয় টেলিকম সেক্টরে যে চরম প্রতিযোগিতা শুরু হয়েছে তা সবার কাছেই দৃশ‍্যমান। নতুন গ্ৰাহকদের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে পুরোনো গ্ৰাহকদের টিকিয়ে রাখার জন্য প্রতিটি টেলিকম কোম্পানি মরিয়া হয়ে এই প্রতিযোগিতায় নেমে পড়েছে। প্রতিটি প্ল‍্যান পেশ করার সময় কোম্পানির মূল উদ্দেশ্য থাকে যত কম দামে যত বেশি পরিমাণ সুবিধা দেওয়া যায়। এই প্রতিযোগিতার মধ্যে দাঁড়িয়ে টেলিকম কোম্পানি Vodafone 229 টাকা দামের একটি নতুন এক মাসের প্ল‍্যান পেশ করেছে।

Exclusive : 32 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy M40, ব‍্যাটারী হবে 4,000 এম‌এএইচের‌ও বেশি

Vodafone এর প্রিপেইড প্ল‍্যান
Vodafone এর এই 229 টাকার প্ল‍্যানটি প্রিপেইড গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি এক মাস অর্থাৎ 28 দিন। এই প্ল‍্যানে কোম্পানির গ্ৰাহকদের পুরো মাস বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হবে। লোকাল ও এসটিডি কলের সঙ্গে সঙ্গে রোমিঙেও এই কলের ব‍্যবহার করা যাবে।

এই প্ল‍্যানে গ্ৰাহকদের প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়া হবে। অর্থাৎ 28 দিনে 2 জিবি করে মোট 56 জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা 4জির সঙ্গে সঙ্গে 3জি স্পীডেও ব‍্যবহার করা যায়।

4 জুন ভারতে সেল হবে OnePlus 7, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

ইন্টারনেট ও ফ্রি কলিঙের সঙ্গে এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। এই এস‌এম‌এস‌ও ভয়েস কলের মতো লোকাল, ন‍্যাশনাল ও রোমিং তিনটি ক্ষেত্রেই করা যাবে। Vodafone ইউজাররা কোম্পানির ডিলারের কাছ থেকে এবং Vodafone অ্যাপ ও অন‍্যান‍্য ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পদ্ধতিতে এই প্ল‍্যানটি রিচার্জ করা যায়। এছাড়া অফলাইন স্টোর থেকেও এই প্ল‍্যান রিচার্জ করা সম্ভব।

প্রসঙ্গত কোম্পানির পেশ করা এই নতুন 229 টাকার প্ল‍্যানটি কোম্পানির আগের 199 টাকা ও 255 টাকার মধ‍্যবর্তী প্ল‍্যান। কোম্পানির 255 টাকার প্ল‍্যানে প্রতিদিন 2.5 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায় এবং 199 টাকার প্ল‍্যানে 1.5 জিবি ডেটা প্রাপ্য।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here