ভিভো লঞ্চ করল অত্যন্ত সস্তা নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ওয়াই81আই, এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে

অনেক আগেই 91মোবাইলস খবর দিয়েছিল ভিভো খুব তাড়াতাড়ি সস্তায় ওয়াই81আই লঞ্চ করতে চলেছে। আমরা আরও বলেছিলাম এতে নচ স্ক্রিন থাকবে এবং আজ ভিভো ভারতে ফোনটি লঞ্চ করে দিয়েছে। ভারতে ফোনটির দাম 8,490 টাকা এবং ফোনটি অফলাইন স্টোরে সেল করা হচ্ছে। এই ফোনটি কোম্পানির আগে লঞ্চ করা ভিভো ওয়াই81 ফোনটির ছোট ভার্সন। কোম্পানি এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে যা এখন ট্রেন্ড চলছে।

শাওমি মি 9 এ থাকবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা হোল ডিসপ্লে

ভিভো ওয়াই81আইয়ের স্পেসিফিকেশন
ভিভো ওয়াই81আইতে 1520 × 720 পিক্সেল রেজলিউশনের 6.22 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এতে ফুল ভিউ ডিসপ্লে 2.0 ব‍্যবহার করেছে অর্থাৎ এতে অত্যন্ত কম বেজল দেখা যাবে। ফোনের ওপর দিকে নচ আছে এবং এর মধ্যেই সেলফি ক‍্যামেরাসহ অন‍্যান‍্য সেন্সর দেওয়া হয়েছে। তবে স্ক্রিন প্রোটেকশনের কথা কিছু বলা হয়নি। ফোনের বডি পলি কার্বনেট দিয়ে তৈরি এবং এর ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক্যাল বাটন নেই।

ভিভো ওয়াই81আই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওতে কাজ করে এবং এতে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম ফনটাচ ওএস 4.0 এর লেয়ারিং দেখা যাবে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও এ22 চিপসেটে কাজ করে এবং এতে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত 2.0 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি আছে। এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।

আবার দাম কমল ওপ্পো এ3এসের, এখন মাত্র 8,990 টাকা দামে কেনা যাবে এই নচ স্ক্রিন ও বড় ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন

ফোটোগ্ৰাফির জন্য এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কোম্পানি এই ফোনে বিউটি মোডের মতো ফিচার দিয়েছে। ভিভো ওয়াই81আইতে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি তবে এতে ফেস আনলক ফিচার সাপোর্ট করে।

ডুয়েল সিমের সঙ্গে ফোনটি 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,260 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি শাওমি রেডমি 6 ও 6এ এর বিকল্প হিসেবে কেনা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here