এক্সক্লুসিভ : ভিভো ওয়াই81 আগামী সপ্তাহে হবে ভারতে লঞ্চ, জেনে নিন দাম ও স্পেশিফিকেশন

টেক কোম্পানি ভিভো গত জুন মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের ওয়াই সিরিজের ওয়াই81 স্মার্টফোন লঞ্চ করেছিল। ভিভো ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করে। এবার ভিভো ফোনটি ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। 91মোবাইলসের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি ভিভো ওয়াই81 ফোনটি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করে দেবে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এদেশে ফোনটি প্রায় 14,000 টাকা দামে লঞ্চ করা হবে যা অনলাইন শপিং সাইটের সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও পাওয়া যাবে।

ভিভো ওয়াই81 সম্পর্কে আপাতত এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করেনি। কিন্তু খবর পাওয়া গেছে ফোনটি আগামী সপ্তাহেই ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। ভিভো ওয়াই81 এর ফিচার ও স্পেশিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি ট্রেন্ডে চলা 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে যার ওপর দিকে নচ আছে।

ভিভো81 ফোনটিতে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ভিভো ওয়াই81 অ্যান্ড্রয়েড 8 1 অরিও আধারিত ফনটাচ ওএস 4.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।

আন্তর্জাতিক মঞ্চে কোম্পানি ভিভো ওয়াই81 ফোনটিতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও ফোনটি এক‌ই স্টোরেজের সঙ্গে পেশ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য ভিভো ওয়াই81 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ভিভো ওয়াই81 একটি ডুয়েল সিম সাপোর্টেড 4জি স্মার্টফোন। এই ফোনে ফেস আনলক ফিচারের সঙ্গে সব বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,260 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভিভো ওয়াই81 ফোনটি এদেশে প্রায় 14,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। ফোনটির সঠিক দাম ও লঞ্চ ডেট জানতে এখন কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here