3C সাইটে তালিকাভুক্ত কম দামের স্মার্টফোন Vivo Y78t, দেক্ষে নিন বিশেষত্ব

Highlights

  • শীঘ্রই লঞ্চ করা হতে পারে Vivo Y78t।
  • এতে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • ফোনটি iQOO Z8x এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে শোনা যাচ্ছে।

সম্প্রতি 3সি সার্টিফিকেশন সাইটে ভিভোর একটি নতুন লো বাজেট স্মার্টফোন দেখা গেছে। ফোনটি Vivo Y78t নামে পেশ করা হতে পারে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। সবার আগে এই ফোনটি চীনে পেশ করা হতে পারে বলেও জানানো হয়েছে। চলুন দেক্ষে নেওয়া যাক এই লিস্টিং এবং ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy M44 এর ছবি, থাকতে পারে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর

Vivo Y78t এর 3C লিস্টিং

  • 3C লিস্টিঙে Vivo Y78t ফোনটি V2312BA মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • ফোনটির চার্জারের মডেল নাম্বার V4440LoA0-CN।
  • এর থেকে জানা গেছে এই ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
  • এছাড়া লিস্টিং থেকে অন্য কোনো স্পেসিফিকেশন জানা যায়নি।
  • ছবিতে দেখা যাচ্ছে এক চাইনিজ টিপস্টার ফোনটির নাম Vivo Y78t হবে বলে জানিয়েছেন। এছাড়া ফোনটি iQOO Z8x এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলেও মনে করা হচ্ছে।

iQOO Z8x এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO Z8x ফোনে 6.64 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 1080 x 2388 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্টেড পাঞ্চ হোল ডিজাইন রয়েছে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট এবং অ্যাড্রিনো 710 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: এই ডিভাইসে 6,000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G এর মতো ফিচার রয়েছে।
  • ওএস: iQOO Z8x ফোনটিও অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3.0 এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here