ভার্চুয়াল র‍্যামসহ 8GB র‍্যাম এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Vivo Y75 5G

বর্তমানে ভিভো তাদের জনপ্রিয় ‘ওয়াই’ সিরিজের একটি ফোনে কাজ করছে। ভারতের মার্কেটে কোম্পানির এই আগামী ফোনটি Vivo Y75 নামে সেল করা হতে পারে। বিগত বেশ কিছু সময় ধরে কোম্পানি তাদের এই সিরিজে Vivo Y55 এবং Vivo Y33T ছাড়াও বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে। লিক রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানির এই আপকামিং ফোনটি Dimensity 700 5G চিপসেটসহ পেশ করা হবে। এছাড়া আমরা আমাদের স্পেশাল রিপোর্টে ভিভোর এই আপকামিং স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছিলাম। সেই রিপোর্টে আমরা জানিয়েছিলাম এই ফোনটি Dimensity চিপসেট, প্রিমিয়াম ডিজাইন এবং ভার্চুয়াল র‍্যামসহ লঞ্চ করা হতে পারে।

রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Vivo Y75 ফোনটি 8GB র‍্যামের সঙ্গে পেশ করা হবে। এছাড়াও এই ফোনে Memory Fusion 2.0 ফিচারের মাধ্যমে 4GB ভার্চুয়াল র‍্যাম ব‍্যবহার করা যাবে। জানিয়ে রাখি বলিউডের স্বনামধন্য অভিনেত্রী সারা আলি খান এই আপকামিং ভিভো স্মার্টফোনের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার হতে চলেছেন। জানুয়ারি মাসের শেষের দিকে এই ফোনটি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তাই খুব তাড়াতাড়ি কোম্পানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে এই ফোনটি টীজ করা শুরু করে দেবে বলে শোনা যাচ্ছে।

Vivo Y75 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী Vivo Y75 ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে ফোটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এছাড়াও এই সেট‌আপে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ডেপ্থ সেন্সর দেওয়া হবে। কিছু দিন আগেই BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটি V2142 মডেল নাম্বারের সঙ্গে দেখা গিয়েছে। এই ফোনটি Android 12 OS এর সঙ্গে পেশ করা হবে যা 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here