Home খবর Exclusive: রিটেইলস স্টোরে শুরু হল Vivo Y28s 5G ফোনের সেল, জেনে নিন দাম

Exclusive: রিটেইলস স্টোরে শুরু হল Vivo Y28s 5G ফোনের সেল, জেনে নিন দাম

ভারতে Vivo Y28s 5G ফোনটি লঞ্চ হয়ে গেছে। কোম্পানি এই 5G ফোনটি অফলাইন মার্কেটে পেশ করেছে এবং রিটেইল স্টোরে Vivo Y28s 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। আপাতত কোম্পানি এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে আমরা তাদের সূত্রের মাধ্যমে Vivo Y28s 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি।

Vivo Y28s 5G ফোনের দাম

জুলাই শুরু হতেই ভারতে Vivo Y28s 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। কোম্পানির তরফ থেকে এই ফোনটি পুরানো মডেল Y28-এর দামেই পেশ করা হয়েছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, Y28s 5G 4GB ভেরিয়েন্ট 13,999 টাকা দামে কেনা যাবে এবং ফোনটির 6GB RAM মডেল 15,499 টাকা দামে বিক্রি হচ্ছে।

রিটেইল সোর্স অনুযায়ী, কিছুদিনের মধ্যেই Vivo Y28s 5G ফোনের 8GB RAM মডেলের স্টকও মার্কেটে চলে আসবে। এই মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। Vivo Y28s 5G ফোনটি পার্পল এবং ব্লু কালারে পেশ করা হয়েছে।

Vivo Y28s 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y28s 5G ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 840nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Low Blue Light সার্টিফিকেশন রয়েছে।

প্রসেসর: Vivo Y28s 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Vivo Y28s 5G ফোনটি ভারতে 4GB, 6GB এবং 8GB RAM সহ তিনটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই তিনটি মডেলেই 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28s 5G ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।