প্রকাশ্যে এল Vivo Y28s 5G স্মার্টফোনের ভারতীয় দাম, শীঘ্রই আসছে বাজারে

গত মাসে Vivo Y28s 5G স্মার্টফোনটি গ্লোবাল মঞ্চ থেকে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে এই স্মার্টফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড করা হয়েছিল। তবে Vivo Y28s 5G স্মার্টফোনের দাম সম্পর্কে জানা যায়নি। অন্যদিকে Vivo ফোনটি সম্পর্কে ক্রমাগত তথ্য ও লিক প্রকাশ্যে আসছে। কোম্পানি পক্ষ থেকে এই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, কিন্তু আমরা এই ফোনের দাম সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ভারতীয় দাম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y28s 5G এর ভারতীয় দাম (লিক)

  • টিপস্টার সুধাংশু মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় বাজারে Vivo Y28s 5G স্মার্টফোনটির বেস মডেল 4GB RAM এবং 128GB স্টোরেজের দাম 13,999 টাকা রাখা হবে।
  • ভিভো Vivo Y28s 5G স্মার্টফোন 6GB + 128GB এবং 8GB + 128GB সহ আরও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসতে চলেছে। এই ভেরিয়েন্টের দাম 15,499 টাকা এবং 16,999 টাকা রাখা হবে।
  • তবে এই দাম বক্সের না অফার সহ এই দাম রাখা হয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু আমরা নিশ্চিত জানাতে পারি ভিভো Y28s 5G স্মার্টফোনটি একটি মিড-রেঞ্জ ফোন হতে চলেছে এবং এর দাম 15,000 টাকার কম হবে।

জানিয়ে রাখি Vivo Y28s 5G স্মার্টফোনটি এই বছরের শুরুতে ভারতে লঞ্চ হওয়া Y28 ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। কিনতি এই ফোনের চিপসেট ছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই দুটি ফোনের মধ্যে এবং দামও একইরকম রাখা হয়েছে। এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চের পর এই সম্পর্কে কনফর্ম হওয়া যাবে।

Vivo Y28s 5G এর ভারতীয় লঞ্চ

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Y28s 5G স্মার্টফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি, কিন্তু প্রকাশ্যে আসা লিকের পর এই ফোনটি শীঘ্রই লঞ্চ সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে। আমরা এই ফোনের দাম এবং এই ফোনের মেচা ব্রাউন কালারের একটি ছবি পেয়েছি, এর থেকে বোঝা যাচ্ছে এই ফোনের ডিজাইন আগের মতোই হবে। এই স্মার্টফোনটি টুইঙ্কলিং পার্পল সহ লঞ্চ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেল সিমারি এবং ডোটেড নচ ডিসপ্লে রয়েছে।

Vivo Y28s 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল মডেল)

Vivo Y28s 5G স্মার্টফোন 90Hz রিফ্রেশ রেট এবং 840 নিটস পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনে ARM মালী-G57 MC2 GPU সহ মিডিয়াটেক ডায়মেনশন 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here