Home খবর ভারতে লঞ্চ হল Vivo এর দুর্দান্ত 5G ফোন, পাওয়া যাবে 8GB RAM এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড ব্যাটারি

ভারতে লঞ্চ হল Vivo এর দুর্দান্ত 5G ফোন, পাওয়া যাবে 8GB RAM এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড ব্যাটারি

Vivo গত বছর অক্টোবর মাসে Snapdragon 4 Gen 1 প্রসেসরযুক্ত Vivo Y200 5G লঞ্চ করেছিল। এবার কোম্পানি Snapdragon 4 Gen 2 চিপসেট সহ Vivo Y200e 5G ফোনটি বাজারে পেশ করেছে। এই ফোনের প্রাথমিক দাম 19,999 টাকা। এর আগে ভিভো জানিয়ে দিয়েছিল Vivo Y200e 5G ফোনটি ভারতের প্রথম ইকো ফাইবার লেদার ফিনিশ সহ ব্যাক প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz AMOLED ডিসপ্লে সহ স্মার্টফোন হবে। নিচে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Vivo Y200e 5G এর দাম এবং সেল

Vivo Y200e 5G ফোনটি 6GB + 128GB এবং 8GB + 128GB মডেলে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 20,999 টাকা। ফোনটি ব্ল্যাক ডায়মন্ড এবং স্যাফরন অরেঞ্জ কালারে সেল করা হবে।

ভারতে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরের মাধ্যমে Y200e 5G ফোনের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। আগামী 27 ফেব্রুয়ারি থেকে এই ফোনের সেল শুরু হবে।

Vivo Y200e 5G এর স্পেসিফিকেশন

OnePlus Nord CE 3 Lite 5G এর সঙ্গে প্রতিযোগিতা

Vivo Y200e 5G ফোনটিকে দামের দিক থেকে ভারতের মার্কেটে উপস্থিত OnePlus Nord CE3 Lite 5G ফোনটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। এই ওয়ানপ্লাস ফোনের দাম 2000 টাকা কমে গেছে, যার ফলে 8GB RAM ও 128GB স্টোরেজ মডেল 17,999 টাকা এবং 8GB RAM ও 256GB মেমরি ভেরিয়েন্ট মাত্র 19,999 টাকা দামে কেনা যাবে।

এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত LCD স্ক্রিন এবং Qualcomm Snapdragon 695 5G চিপসেট রয়েছে। এর সঙ্গে এই ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।