22 ফেব্রুয়ারি লঞ্চ হবে vivo Y200e 5G, দেখে নিন প্রোমো ভিডিও

কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল ভিভো ভারতে তাদের vivo Y200e 5G লঞ্চ করতে চলেছে। এবার আমরা খবর পেয়েছি এই ফোনটি আগামী 22 ফেব্রুয়ারি, 2024 লঞ্চ করা হবে। আমরা এই ফোনের প্রমোশনাল ভিডিওও পেয়েছি, এতে লেখা রয়েছে এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে। ভিদতে এই ফোনটির বডি ভেগান লেদার দিয়ে তৈরি দেখা গেছে এবং এটি দেখতে যথেষ্ট আকর্ষণীয়। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি 18-20 হাজার টাকার বাজেটে পেশ করা হতে পারে। এক বিশ্বস্ত ইন্ডাস্ট্রি সোর্স থী আমরা এই খবর পেয়েছি।

Vivo Y200e 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: Vivo Y200e 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট পাওয়া যাবে।
  • প্রসেসর: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএস এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হবে। এই ফোনটিতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: ভারতে এই ফোনটি 8GB RAM এর সঙ্গে পেশ করা হবে এবং এতে 8GB virtual RAM দেওয়া হতে পারে। একইভাবে ডেটা স্টোর করার জন্য এই ফোনে 128GB মেমরি থাকতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y200e 5G ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সঙ্গে এই সেটআপে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি ফ্লিকার লেন্স থাতে পারে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here