শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo Y18e স্মার্টফোন, বিআইএস সাইটে হল লিস্টেড

আগামী কিছু দিনের মধ্যে ভিভো তাদের Y সিরিজের নতুন ফোন লঞ্চ করতে পারে। কোম্পানি এই সিরিজে Vivo Y18e ফোনটি লঞ্চের প্রস্ততি নিচ্ছে। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে লিস্টেড হতে দেখার পর থেকে এই ফোনটি লঞ্চের খবর আরও জোরালো হয়ে উঠেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে BIS সাইটে লিস্টেড হওয়ার ফলে এই ফোনটির ভারতে লঞ্চ প্রায় কনফার্ম হয়ে গেছে।
এই লিস্টিং সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Vivo Y18e এর BIS লিস্টিং

  • আসন্ন Vivo Y18e স্মার্টফোনটি BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে V2350 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • মডেল নম্বর ছাড়া BIS প্ল্যাটফর্মে অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই ভারতে এই মোবাইলটি লঞ্চ করা হতে পারে।
  • জানিয়ে রাখি এই ডিভাইসটি এর আগে ব্লুটুথ এসআইজি সাইটেও এই একই মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল।
  • মোবাইলে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 দেওয়া হবে বলে জানা গিয়েছিল।
  • দুটি সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের পর এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

Vivo V30 এর স্পেসিফিকেশন

ল্যেক দিন আগেই ভিভো ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo V30 লঞ্চ করেছিল। এই সিরিজে Vivo V30 এবং Vivo V30 Pro ফোন লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে ভ্যানিলা মডেল Vivo V30 সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

  • ডিসপ্লে: Vivo V30 ফোনে 6.78 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রীন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর 10 প্লাস, 120Hz রিফ্রেশ রেট এবং 2800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট রয়েছে। হিটিং ইস্যু থেকে বাঁচার জন্য এই ফোনে অল্ট্রা স্মার্ট কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
  • মেমরি: ডেটা স্টোর করার জন্য এই মোবাইলে 12জিবি পর্যন্ত র‍্যাম এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও এই ডিভাইসে 12জিবি পর্যন্ত র‍্যাম এক্সপ্যানশন পাওয়া যায়, যার সাহায্যে এই ফোনে 24জিবি পর্যন্ত র‍্যাম উপভোগ করা যায়।
  • ক্যামেরা: Vivo V30 5G ডিভাইসে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট এবং অরা লাইট ফিচার সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে AF এবং AI ফিচার সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 ফোনে ব্র্যান্ড 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দিয়েছে।
  • অপারেটিং সিস্টেম: Vivo V30 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 এ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here