ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হলো Vivo Y15, দাম 13,990 টাকা

চীনের টেক কোম্পানি Vivo তাদের ওয়াই সিরিজে নতুন স্মার্টফোন Y15 নামে লঞ্চ করলো। আমাদের তরফ থেকে কিছু দিন আগে Vivo Y15 এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছিল। এই তথ্যের অল্প সময়ের মধ্যেই কোম্পানি তাদের Vivo Y15 ফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ করে দিয়েছে।

এক কোটির চেয়েও বেশি Redmi Note 7 সিরিজ বেচে শাওমি গড়লো দুর্দান্ত রেকর্ড

দাম
কোম্পানির ই-স্টোরে Vivo Y15 দাম ও স্পেসিফিকেশনসহ লিস্টেড করা রয়েছে। কোম্পানি প্রেস রিলিজ পাঠিয়ে ফোনটির লঞ্চ সম্পর্কে জানিয়ে দিয়েছে। তবে ই-স্টোরে ফোনটি সোল্ড আউট বলা হচ্ছে। কোম্পানি এই ফোনটি 13,990 টাকা দামে লঞ্চ করেছে।

ডিজাইন
Vivo Y15 বর্তমান ট্রেন্ডের ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। ডিসপ্লের ওপর দিকে ছোট “ভি” শেপের নচ দেওয়া হয়েছে এবং এই নচের মধ্যেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। Vivo Y15 এর তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। Vivo এর এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

আগামী মাসে লঞ্চ হতে পারে Samsung Galaxy M40, দাম 25,000 টাকার কাছাকাছি

স্পেসিফিকেশন
Vivo Y15 ফোনটি 19.3:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ। এই ফোনে 720 × 1544 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.35 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।

কোম্পানি Vivo Y15 ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 যুক্ত ফনটাচ ওএস 9 সহ পেশ করেছে। এছাড়া এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

Google Pixel 3 XL এ পাওয়া যাচ্ছে 28,000 টাকার ছাড়, জেনে নিন কিভাবে পাবেন

Vivo Y15 4জি ভোএলটিইর সঙ্গে ডুয়েল সিম সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য Vivo Y15 এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here