এক্সক্লুসিভ : খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Vivo Y15 ও Vivo Y12, এতে থাকবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা

গত মাসে আমরা জানিয়েছিলাম ভিভো মে মাসে ভারতে Vivo Y17 ফোনটি লঞ্চ করবে এবং এই মাসের শুরুতেই ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। আবার গত সপ্তাহে আমরা বলেছিলাম কোম্পানি Vivo Y15 ও Vivo Y12 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং আজ এবিষয়ে আমাদের কাছে আরও এক্সক্লুসিভ খবর আছে। আমরা Vivo Y15 ও Vivo Y12 এর পোস্টারের সঙ্গে সঙ্গে এই ফোনদুটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে পেরেছি। এই তথ্য আমরা কোম্পানির অফলাইন রিটেইল মার্কেট থেকে জানতে পেরেছি।

ফেসবুকের থেকেও এগিয়ে Tik Tok

স্পেসিফিকেশন সম্পর্কে যতদূর জানা গেছে Vivo Y15 ফোনটিতে 6.35 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেখা যাবে। এই ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হতে পারে, ভিভো একে নাম দিয়েছে হ‍্যালো নচ। এই ফোনটি 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত মিডিয়াটেক এমটি6762 যা হেলিও পি22 নামে পরিচিত চিপসেটে রান করবে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।

আমরা আগেই বলেছিলাম কোম্পানি কম রেঞ্জে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত স্মার্টফোন আনতে চলেছে, এই ফোনটি এমনই কিছু। Vivo Y15 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে। কোম্পানি Vivo Y17 এর মতোই Vivo Y15 এও বড়ো ব‍্যাটারী দেবে। এতে 5,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী থাকবে। গত সপ্তাহে লঞ্চ হ‌ওয়া Vivo Y17 এর মতো এতেও ফাস্ট চার্জিং থাকবে না।

এক্সক্লুসিভ : Vivo Y12 এই মাসেই ভারতে লঞ্চ হবে, জেনে নিন দাম

Vivo Y12 আসলে Vivo Y15 এরই ছোট ভেরিয়েন্ট। কয়েকটি জিনিস ছাড়া দুটি ফোনের স্পেসিফিকেশন প্রায় এক। Vivo Y12 ফোনটিতেও 6.35 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেখা যাবে। এতেও ওয়াটারড্রপ নচ থাকবে। এই ফোনের প্রসেসর‌ও এক এবং এই ফোনটিও 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত মিডিয়াটেক এমটি6762 অর্থাৎ হেলিও পি22 চিপসেটে রান করবে। দুটি ফোনের পার্থক্য এর মেমরির দিক থেকে। কোম্পানি এই ফোনে 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি দেবে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo Y12 এও Vivo Y15 এর মতো ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এতে প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেলের হবে। দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের যা ডেপ্থ সেন্সিঙের কাজ করবে। সেলফি ক‍্যামেরার দিক থেকেও এই ফোনটি একটু পিছিয়ে। এতে সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতেও ফাস্ট চার্জিং ছাড়া 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

7 Pro কে টক্কর দিতে এলো Asus Zenfone 6, এতে আছে 48 মেগাপিক্সেল ফ্লিপ ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

ভারতে Vivo Y15 এর দাম 15,000 টাকার আশেপাশে হতে পারে। তবে Vivo Y12 12,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হবে। এই ফোনদুটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করে দেওয়া হবে।

এই খবরটি হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here