শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে সস্তা স্মার্টফোন Vivo Y03, জেনে নিন বিস্তারিত

ভিভো খুব তাড়াতাড়ি তাদের ‘ওয়াই’ সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনটি Vivo Y03 নামে চীন এবং গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোন সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি, তবে সার্টিফিকেশ্ন সাইটে এই আপকামিং ভিভো ফোনটি দেখা গেছে। এই ফোনের স্পেসিফিকেশন এবং সার্টিফিকেশন ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Vivo Y03 এর সার্টিফিকেশন ডিটেইলস

  • ভিভো ওয়াই03 স্মার্টফোনটি Vivo V2332 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • লিস্টিং থেকে জানা গেছে এই মোবাইলটিতে 5,000mAh ব্যাটারি যোগ করা হবে।
  • এর সঙ্গে এই স্মার্টফোনে 15W ফাস্ট চার্জিং ফিচ্রার থাকবে বলে জানানো হয়েছে।
  • সার্টিফিকেশন অনুযায়ী Vivo Y03 স্মার্টফোনে 64GB মেমরি দেওয়া হবে। তবে ফোনটি একাধিক মেমরি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
  • ইন্টারনাল স্টোরেজ ছাড়াও এই ভিভো স্মার্টফোনে 1TB এক্সপ্যান্ডেবল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে।
  • লিস্টিঙে আরও বলা হয়েছে ভিভো ওয়াই03 স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টেম সহ বাজারে পেশ করা হবে।
  • প্রসেসিঙের জন্য এই মোবাইলে MediaTek Helio G85 চিপসেট যোগ করা হতে পারে।
  • জানিয়ে রাখি কিছু দিন আগেই এই ফোনটি গীকবেঞ্চে 392 সিঙ্গল-কোর এবং 1304 মাল্টি-কোর বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

Vivo Y02 এর দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: ভিভো ওয়াই02 স্মার্টফোনটি ভারতে মাত্র 6,999 টাকা দামে সেল করা হয়। এতে 3জিবি র‍্যাম + 64জিবি স্টোরেজ রয়েছে।
  • স্ক্রীন: এই ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.51 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 2.5ডি ইউনিবডি ডিজাইনে তৈরি।
  • পারফরমেন্স: Vivo Y02 স্মার্টফোনটি Android 12 Go অপারেটিং সিস্টেম ও FunTouch OS 12 সহ পেশ করা হয়েছে এবং প্রসেসিংের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি22 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে f/2.0 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ভিভো ফোনে f/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি একবার ফুল চার্জে 18 ঘণ্টা এইচডি ভিডিও স্ট্রীমিং করতে সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here