কম দামে শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Y03, গীকবেঞ্চে দেখা গেল স্পেসিফিকেশন

ভিভো একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি Vivo Y03 নামে লঞ্চ করা হতে পারে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ দেখার পর এই ফোনের লঞ্চ সম্পর্কে কানাঘুষো আরও জোরালো হয়ে উঠেছে। জানিয়ে রাখি এই ফোনের যে স্পেসিফিকেশন দেখা গেছে সেগুলি সত্যি হলে এই ফোনটি কম দামে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিভো ওয়াই03 এর এই লিস্টিং এবং অন্যান্য তথ্য সম্পর্কে।

Vivo Y03 এর গীকবেঞ্চ লিস্টিং

  • টেক কোম্পানি ভিভোর এই আপকামিং বাজেট ডিভাইসটি গীকবেঞ্চে V2332 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • এই লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য Mali G52 GPU ব্যবহার করা হতে পারে।
  • এই মোবাইলে 4GB পর্যন্ত র‍্যাম থাকতে পারে বলে জানা গেছে।
  • গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।
  • ভিভো Y03 ফোনটি গীকবেঞ্চ 6 এর বেঞ্চমার্ক টেস্টে সিঙ্গল-কোর রাউন্ডে 392 পয়েন্ট এবং মাল্টি-কোর রাউন্ডে 1304 পয়েন্ট পেয়েছে।

Vivo Y03 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y03 ফোনে এই সিরিজের আগের ফোন Vivo Y02 এর মতো 6.51 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে Y02 ফোনটি প্রায় 2 বছর আগে পেশ করা হয়েছিল, তাই এবার রিফ্রেশরেট এবং রেজোলিউশন আপগ্রেড করা হতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট দেওয়া হবে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ডিভাইসে 4GB র‍্যাম এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y03 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত ক্যামেরা লেন্স সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আগের মডেলের মতো 5000mAh ব্যাটারি থাকতে পারে। এটি চার্জ করার জন্য 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
  • অপারেটিং সিস্টেম: এই আপকামিং স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।
  • কানেক্টিভিটি: ভিভো Y03 ফোনে ব্লুটুথ, ওয়াই-ফাই এবং 4জি সাপোর্ট থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here