12GB র‍্যাম আর 48MP ক‍্যামেরার Vivo X60 এর দাম হলো কম, জানুন নতুন দাম

নিজের অসাধারণ ক‍্যামেরা আর ডিজাইনের ফোনের জন্য ফেমাস Vivo এই বছর মার্চ মাসে ভারতীয় বাজারে নিজের শক্তিশালী সিরিজ Vivo X60 কে পেশ করেছিল। ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি ভিভো এক্স60 সিরিজে Vivo X60, Vivo X60 Pro আর হাই-এন্ড ফিচার যুক্ত Vivo X60 Pro Plus লঞ্চ করেছিল। তিনটি ফোন‌কেই 5G এর সাথে আনা হয়েছিল। আবার এখন 6 মাস পরে কোম্পানি এই সিরিজে পেশ করা ভিভো এক্স60 (Vivo X60 5G Price Cut) এর দাম কম করা হয়েছে। আসুন আগে আপনাকে এই ফোনের নতুন দাম সম্পর্কে তথ্য জানাই।

Hoichoi নাকি Addatimes? কোন প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন বেশি সস্তা?

নতুন দাম

ভিভো এক্স60 দুটি র‍্যাম এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসে। Vivo X60 এর 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে‌র দাম আগে 37,990 টাকা ছিল। কিন্তু এখন এই ফোনটি‌কে 34,990 টাকায় কেনা যাবে। এছাড়া 12GB র‍্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে‌র দাম আগে 41,990 টাকা ছিল। কিন্তু দাম কমার পরে ফোনটি‌কে 39,990 টাকায় কেনা যাবে।

91মোবাইল্স ফোনের দাম কমার তথ্য অফলাইন রিটেইলের মাধ্যমে প্রাপ্ত হয়েছে। আবার আমরা কোম্পানির অফিসিয়াল সাইটেও ডিভাইসে‌র নতুন দাম স্পট করেছি। এর মানে হলো যে আপনি ফোনটিকে অফলাইনের সাথেই অনলাইনে কম দামে কিনতে পারবেন।

ওয়ানপ্লাস করলো নতুন স্মার্টফোন OnePlus 9T এর প্রস্তুতি, টুইট করে এই মোবাইলের তথ্য জানালো, দেখুন কবে হবে লঞ্চ

স্পেসিফিকেশন্স

Vivo X60 তে 6.56 ইঞ্চির ফুল-এইচডি+ (1080×2376 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মধ্যে আস্পেক্ট রেশিও 19.8:9, 120 হার্টস রিফ্রেশরেট আর পি3 কালার গামুট এর সাপোর্ট‌ও আছে। এর সাথেই ফোনের ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশনের সাথে আসে। এছাড়া ফোনটি অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 প্রসেসরে‌র সাথে আসে। এই প্রসেসরে‌র বিশেষ দিকটি হলো যে এতে 5th generation AI Engine এর সাথেই Hexagon Tensor Accelerator আছে।

ফোনে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে, যার প্রাইমারি ক‍্যামেরা f/1.79 লেন্সের সাথে 48 মেগাপিক্সেলের, এর সাথে চারটি axis অপ্টিকাল ইমেজ স্টেবেলাইজেশন (OIS) দেওয়া আছে। ক‍্যামেরা সেট‌আপে f/2.2 আল্ট্রাওয়াইড লেন্সের সাথে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা আর 13 মেগাপিক্সেলের পোট্রেট লেন্স‌ও আছে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য দুটি ফোনে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা f/2.45 লেন্সের সাথে দেওয়া হয়েছে। এক্স 60 তে 4,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে, যার সাথে আপনাকে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি‌ও দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here