Home খবর গুগল প্লে কনসোলে লিস্টেড হল Vivo V30 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

গুগল প্লে কনসোলে লিস্টেড হল Vivo V30 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

ভিভো ভারত সহ অন্যান্য দেশে তাদের Vivo V30 সিরিজ পেশ করেছে। এই সিরিজে ভি30 লাইট, ভি30 এবং ভি30 প্রো মডেল রয়েছে। তবে এবার আরও একটি মডেল Vivo V30 SE নামে লঞ্চ করা হতে পারে। গুগল প্লে কনসোল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং রেন্ডার সহ এই ফোনটি লিস্টেড করা হয়েছে। এর ফলে এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এটি এর আগে বেশ কিছু লিস্টিঙে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিং সম্পর্কে।

Vivo V30 SE এর গুগল প্লে কনসোল লিস্টিং

Vivo Y200e 5G এর স্পেসিফিকেশন

লিস্টিং অনুযায়ী এই নতুন Vivo V30 SE ফোনটি Vivo Y200e 5G মডেলের রিব্র্যান্ড ভার্সন হতে পারে। এই ফোনটিকে বেশ কিছু বাজারে Vivo Y100 5G নামে সেল করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y200e 5G ফোনের ফিচার সম্পর্কে।