Google Play Console লিস্টিঙের মাধ্যমে লিক হল Vivo V29 Lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

Highlights

  • বর্তমানে Vivo তাদের V-সিরিজের নতুন ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে।
  • গুগলে প্লে ডেটাবেসে দেখা গেছে Vivo V29 Lite 5G স্মার্টফোন।
  • এই আপকামিং ফোনটি কোয়ালকম চিপসেটে রান করবে।

চাইনিজ স্মার্টফোন কোম্পানি Vivo বর্তমানে তাদের V-সিরিজের নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং Vivo V29 Lite 5G ফোনটি V2244 মডেল নাম্বারের সঙ্গে গুগল প্লে কনসোলের ডেটাবেসে লিস্টেড করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে কোম্পানি শীঘ্রই এই ফোনটি বাজারে লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে তাদের আপকামিং ফোন সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে লিস্টিং থেকে ফোনটির ফ্রন্ট লুক এবং প্রসেসর সম্পর্কে জানা গেছে। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল Vi-এর দুটি রিচার্জ প্ল্যান, পাবেন প্রতিদিন 2GB ডেটাসহ ফ্রি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন

Vivo V29 Lite 5G এর গুগল প্লে কনসোল লিস্টিং

  • ওয়াটারড্রপ নচ এবং পাতলা বেজল
  • Qualcomm Snapdragon 695 চিপসেট

গুগল প্লে কনসোল ডেটাবেসের লিস্টিং থেকে জানা গেছে Vivo V29 Lite 5G ফোনটিতে ওয়াটারড্রপ নচ এবং পাতলা বেজলসহ ফুল HD+ ডিসপ্লে যোগ করা হবে। এই ফোনটি 2.2GHz ক্লক স্পীড যুক্ত Qualcomm Snapdragon 695 চিপসেটে রান করবে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Adreno 619 GPU থাকবে।

গুগল প্লে কনসোল লিস্টিং থেকে আপকামিং Vivo V29 Lite 5G ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ সম্পর্কেও জানা গেছে। মাই স্মার্ট প্রাইসের রিপোর্ট অনুযায়ী এই ফোনে Android 13 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। আরও পড়ুন: কেমন হবে Jio 5G ফোন? জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ সংক্রান্ত ডিটেইলস

লিস্টিং অনুযায়ী Vivo V29 Lite 5G ফোনটির মডেল নাম্বার V2244। জানিয়ে রাখি এই একই মডেল নাম্বারের সঙ্গে Vivo Y78 ফোনটি Google Play এবং 3C ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। তাই Vivo V29 Lite 5G এবং Vivo Y78 5G ফোনদুটি আলাদা আলাদা মার্কেটে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Vivo V29 Lite 5G ফোনটি আসলে Vivo Y78 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই ফোন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্টসহ পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আপকামিং ফোন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আরও পড়ুন: 50MP Camera এবং 8GB RAM-এর সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A24 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here