Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও

Vivo জানিয়ে,দিয়েছে যে কোম্পানি ভারতে তাদের Z সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি Vivo Z1 Pro এর আপগ্ৰেডেড ভার্সন হবে যা আগামী মাসে মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। এবার Vivo সম্পর্কে আরও একটি আকর্ষণীয় খবর শোনা যাচ্ছে যে কোম্পানি ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজ আনার প্রস্তুতি নিচ্ছে যা “U” সিরিজ নামে পেশ করা হবে। Vivo India এর ডাইরেক্টর Nipun Marya ইন্ডিয়ান পাব্লিকেশনকে দেওয়া একটি ইন্টারভিউতে Vivo U সিরিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

256 জিবি স্টোরেজ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+, জেনে নিন দাম

Vivo U সিরিজ সম্পর্কে Nipun Marya ইকোনমিক টাইমসকে দেওয়া বক্তব্যে বলেন কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে এই নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে। Vivo U সিরিজকে কোম্পানি Z সিরিজের মতো শুধুমাত্র অনলাইন সেগমেন্টে লঞ্চ করবে যা শুধুমাত্র ই-কমার্স ওয়েবসাইটে সেল করা হবে। Vivo India এর হেডের কথা অনুযায়ী Vivo U সিরিজ 8,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ‍্যবর্তী বাজেটে লঞ্চ করা হবে। এই সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U1 হতে পারে।

লঞ্চ হবে 6টি নতুন স্মার্টফোন
কোম্পানির নতুন স্মার্টফোন সিরিজ ছাড়া এই ইন্টারভিউতে বলা হয় যে Vivo আগামী উৎসবের মরশুমে ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এই সব স্মার্টফোন অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে বেচা হবে। এই নতুন 6টি স্মার্টফোন Vivo U Series, Vivo Z Series, Vivo S Series এবং Vivo V Series এর মধ্যে পেশ করা হবে। প্রসঙ্গত আমরা আগেই আমাদের রিপোর্টে Vivo V17 Pro এবং Vivo V17 স্মার্টফোন সম্পর্কে জানিয়েছি।

64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি

কোম্পানির স্ট্র‍্যাটেজি অনুযায়ী Vivo তাদের 8,000 টাকা ও তার থেকে বেশি দামের বাজেটের স্মার্টফোনের জন্য Vivo U Series পেশ করবে। আবার কোম্পানির 15,000 টাকা থেকে 20,000 টাকা দামের স্মার্টফোনের জন্য কোম্পানির কাছে থাকবে Vivo S Series। এক‌ই ভাবে 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যবর্তী বাজেটের ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে কোম্পানি ভারতীয় মার্কেটে Vivo V Series এর ব‍্যবহার করবে।

Vivo V17 সিরিজ
এই সিরিজে লঞ্চ হতে চলা Vivo V17 Pro স্মার্টফোনে পপ আপ ক‍্যামেরার সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। যেহেতু এটি Vivo V15 এর আপগ্ৰেডেড ভার্সন তাই এতে অনেকগুলি আপগ্ৰেড দেখা যেতে পারে। Vivo V15 Pro তে 6.39 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেখা গেছিল। সেখানে দাঁড়িয়ে Vivo V17 Pro তে আরও বড়ো স্ক্রিন থাকতে পারে এবং এই ফোনটিতেও কোম্পানি এমোলেড স্ক্রিন ব‍্যবহার করতে পারে।

চারটি ক‍্যামেরা ও 128 জিবি স্টোরেজসহ লঞ্চ হলো Realme 5 ও Realme 5 Pro, প্রাথমিক দাম মাত্র 9,999 টাকা

এছাড়া আগের ফোনে কোয়ালকম 600 সিরিজের প্রসেসর ছিল। এবার কোম্পানি কোয়ালকম 700 সিরিজের প্রসেসরের সঙ্গে এই নতুন ফোনটি পেশ করতে পারে। আশা করা হচ্ছে কোম্পানি স্ন‍্যাপড্রাগন 730 বা 730জি চিপসেটের সঙ্গে এই স্মার্টফোন পেশ করবে। এছাড়া এই ফোনটির 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট দেখা যেতে পারে। মনে করা হচ্ছে যে Vivo V17 সিরিজের দাম 30,000 টাকার আশেপাশে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here