শীঘ্রই লঞ্চ হবে Vivo T3 Pro স্মার্টফোন, লিস্টেড হল আইএমইআই সাইটে

ভিভো তাদের T3 সিরিজে নতুন ফোনের লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Vivo T3 Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার আইএমইআই ডেটাবেসে এই স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগে T3 সিরিজের অধীনে Vivo T3 এবং Vivo T3 Lite স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Vivo T3 Pro এর আইএমইআই লিস্টিং

  • সাইট গিজমোচায়নামাধ্যমে Vivo T3 Pro ফোনের আইএমইআই লিস্টিং সম্পর্কে জানা গেছে।
  • আইএমইআই লিস্টিঙে আপকামিং নতুন স্মার্টফোনটি V2404 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • নীচে দেওয়া ইমেজে ফোনের নাম Vivo T3 Pro 5G দেখা গেছে।
  • Vivo T3 Pro ফোনটি আগের মডেল ভিভো T3 5জি ফোনের থেকেও ভালো স্পেসিফিকেশন এবং ডিজাইন সহ আসতে পারে বলে আশা করা হচ্ছে।
  • আগামী দিনে এই ফোনের সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন

কোম্পানি এই বছর মার্চ মাসে Vivo T3 5G ফোনটি পেশ করেছিল। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Vivo T3 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করেছে।
  • স্টোরেজ: Vivo T3 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল বোকে লেন্স এবং একটি ফ্লিকার লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here