Home খবর 27 জুন ভারতে আসতে চলেছে এই নতুন Vivo 5G Phone, দাম হতে পারে 12 হাজার টাকার কাছাকাছি

27 জুন ভারতে আসতে চলেছে এই নতুন Vivo 5G Phone, দাম হতে পারে 12 হাজার টাকার কাছাকাছি

ভিভো ভারতে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Vivo T3 Lite 5G স্মার্টফোন লঞ্চ করতে চলছে। সম্প্রতি শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। আগামী 27 জুন Vivo T3 Lite 5G স্মার্টফোন লঞ্চ করা হবে এবং এই ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা Dual 5G Smartphone হতে চলেছে।

Vivo T3 Lite 5G এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 27 জুন ভারতে তাদের নতুন Vivo T3 Lite 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টায় Vivo T3 Lite 5G স্মার্টফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট সহ অফলাইন রিটেল স্টোরে সেল করা হবে।

ভারতে Vivo T3 Lite 5G এর সম্ভাব্য দাম

Vivo T3 Lite 5G স্মার্টফোনটি কম দামে লঞ্চ করা হবে। এই Vivo T3 Lite 5G ফোনটি প্রায় 12 হাজার টাকা দামে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই ফোনের টপ মডেলের দাম 15 হাজার টাকা পর্যন্ত রাখা হতে পারে। এই ফোনের সঠিক দাম জানার জন্য বর্তমানে লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

Vivo T3 Lite 5G এর স্পেসিফিকেশন

আপকামিং ভিভো Vivo T3 Lite 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে Sony সেন্সর সহ 50MP ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনের কনফর্ম স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেইলস জানার জন্য আগামী 27 জুন ফোন লঞ্চের অপেক্ষা করতে হবে।

Vivo T3x 5G এর দাম এবং স্পেসিফিকেশন