ভারতে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Vivo T3 5G, এতে আছে 50MP ক্যামেরা, 8GB RAM এবং Dimensity 7200 চিপসেট

ভিভো তাদের সস্তা 5G স্মার্টফোন সেগমেন্টে নতুন Vivo T3 5G লঞ্চ করেছে। এই ফোনে 8GB RAM + 256জিবি পর্যন্ত স্টোরেজ, মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট, 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, 5000mAh ব্যাটারির মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড সোনী OIS অ্যান্টি শেক ক্যামেরা রয়েছে। ই ডিভাইসের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Vivo T3 5G ফোনের ডিজাইন

Vivo T3 5G ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে পিরামিডের মতো ইউনিক ডিজাইন রয়েছে। ব্যাক প্যানেলে অবস্থিত রেয়ার ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিঙ রয়েছে। এছাড়া ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত।

Vivo T3 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo T3 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 394PPI পিক্সেল ডেনসিটি, 91.90% স্ক্রিন টু বডি রেশিও এবং 1800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: কোম্পানি এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করেছে। জানিয়ে রাখি এই ফোনটি ANTUTU প্ল্যাটফর্মে প্রায় 734K পয়েন্ট পেয়েছে।

স্টোরেজ: Vivo T3 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB turbo RAM সাপোর্ট করে, যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল বোকে লেন্স এবং একটি ফ্লিকার লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: Vivo T3 5G ফোনে ডুয়েল সিম 5জি, আইপি54 রেটিং, ডুয়েল স্টেরিও স্পিকার, ওয়াইফাই 6, ব্লুটুথ ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: Vivo T3 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে।

Vivo T3 5G ফোনের দাম এবং সেল

  • ভারতে Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM 256GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ফোনটির 128GB স্টোরেজ সহ বেস মডেল 19,999 টাকা এবং 256GB স্টোরেজ সহ টপ মডেল 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনটি কসমিক ব্লু এবং ক্রিস্টাল ব্ল্যাক কালারে সেল করা হবে।
  • কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি কেনার সময় SBI এবং HDFC ব্যাক কার্ড পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া 3 মাসের নোকস্ট EMI এর মাধ্যমেও এই ফোনটি কেনা যাবে।
  • এই অফার প্রয়োগ করে ফোনটির বেস মডেল 17,999 টাকা এবং টপ মডেল 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • আগামী 27 মার্চ দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে Vivo T3 5G ফোনটি সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here