ডুয়েল ডিসপ্লে ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে আসতে চলেছে ভিভো নেক্স 2, 11 ডিসেম্বর হতে পারে লঞ্চ

কিছু দিন আগে খবর পাওয়া গেছিল ভিভো নেক্স সিরিজের দ্বিতীয় ফোন লঞ্চ হতে চলেছে যা ডুয়েল ডিসপ্লেযুক্ত হবে। এতদিন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কিছু না বললেও আজ ভিভোর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ফোনটির তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি ফোনটির নাম না বললেও ডুয়েল স্ক্রিনের কথা বলে দিয়েছে। এছাড়াও আরও বেশ কিছু তথ্য জানানো হয়েছে। কিছু খবর অনুযায়ী এই ফোনটির নাম ভিভো নেক্স 2 হতে পারে।

17 ডিসেম্বরে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম স্মার্টফোন যার ডিসপ্লের মধ‍্যেই থাকবে সেল্ফি ক‍্যামেরা

ভিভো তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ভিভোতে নেক্সের নতুন ফোনের কিছু পোস্টার পোস্ট করেছে। এই পোস্টারগুলির সঙ্গে একটি ছোট ভিডিও আছে। ভিডিওতে ভিভো নেক্সের আগামী ফোনের ফ্রন্ট প‍্যানেল দেখানো হয়েছে। ভিডিওতে দুটি ফোন একসাথে জুড়তে দেখা গেছে। এর থেকেই বোঝা যায় কোম্পানি ডুয়েল ডিসপ্লের কথা বলতে চেয়েছে।

অপর একটি পোস্টারে ক‍্যামেরার কথা বলা হয়েছে। প্রকাশ করা তথ্য অনুযায়ী ভিভো নেক্স 2 এর ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া নাইট মোডের মতো ফিচারের কথাও বলা হয়েছে। জানা গেছে ভিভো আগামী 11 ডিসেম্বর ভিভো নেক্স 2 ফোনটি চীনে লঞ্চ করতে পারে।

স‍্যামসাঙের সুন্দর উপহার : গ‍্যালাক্সি জে সিরিজের স্মার্টফোনের দাম হল 3,000 টাকা কম

ভিভো নেক্স 2 এর সামনের স্ক্রিনটি 19.5:9 আসপেক্ট রেশিওসহ পেশ করা হতে পারে এবং এর রেয়ার স্ক্রিন 16:9 আসপেক্ট রেশিওযুক্ত হবে। পুরোনো ভিভো নেক্সের মতো এই ফোনেও স্লাইডার আউট সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটি 6.69 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিনের সঙ্গে পেশ করা হতে পারে। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করতে পারে এবং এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here