লিক হল বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC যুক্ত Vivo S9 5G এর ফুল স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে

ভিভো বিশ্বের MediaTek Dimensity 1100 SoC এর সঙ্গে Vivo S9 5G লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে। 5জি কানেক্টিভিটির সঙ্গে এই ফোনটি কোম্পানি আগামী 5 মার্চ তাদের ঘরোয়া মার্কেট চীনে পেশ করবে। যদিও ফোনটির লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। এবার অফিসিয়াল লঞ্চের আগে Vivo S9 5G এর সম্পর্কে জানা গেছে। Digital Chat Station ও Arsenal তাদের লেটেস্ট লিকে ফোনটির প্রায় সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লো বাজেট ক‍্যাটাগরিতে ভারতে আসছে Moto E7 Power, দাম হবে 10,000 টাকারও কম

Digital Chat Station এর কথা অনুযায়ী Vivo S9 5G তে 44 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর থাকবে। এর আগের একটি রিপোর্টে বলা হয়েছে এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হবে। এছাড়া ফোনটির ক‍্যামেরার ডিজাইন হুবহু ভিভো ভি20 প্রোয়ের মতো হবে।

অন‍্যদিকে Arsenal ভিভোর এই আগামী ফোনটি সম্পর্কে জানিয়েছে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.44 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনের ওয়াইড নচে 44 মেগাপিক্সেলের প্রাইমারি ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Nokia 5.4, স্পেসিফিকেশনের ক্ষমতায় প্রতিযোগিতায় ফেলবে চাইনিজ ব্র‍্যান্ডগুলিকে

এই ফোনটি ফ্ল‍্যাট অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে পেশ করা হবে। ফোনটি মাত্র 7.31 এম‌এম পাতলা এবং এর ওজন মাত্র 168 গ্ৰাম হবে। এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

Vivo S9 5G ফোনটি 8 জিবি/ 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি/ 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। কয়েক দিন আগে একটি ভিভো স্মার্টফোন V2072A মডেল নাম্বারের সঙ্গে গুগল প্লে কনসোলে দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে কোম্পানির এই আগামী স্মার্টফোন ডায়মেনসিটি 1100 অর্থাৎ MT6891 চিপসেটে রান করবে। ধারণা করা হচ্ছে এটিই Vivo S9 5G স্মার্টফোন।

আরও পড়ুন: Xiaomi ও Realme কে টক্কর দিতে এল Nokia 3.4 স্মার্টফোন, মাত্র 11,999 টাকা দামে হল লঞ্চ

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে অরিজিন ওএসে কাজ করবে। কয়েক দিন আগে 3সি সার্টিফিকেশন সাইটে এই V2072A মডেল নাম্বারযুক্ত ফোনটি লিস্টেড হয় এবং এখানেও 33 ওয়াট ফাস্ট চার্জিঙের কথা বলা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here