ভারতে লঞ্চের আগেই সামনে এল Vivo Y75 4G স্মার্টফোন এর ডিজাইন, জেনে নিন ফিচার

চীনা স্মার্টফোন কোম্পানি Vivo বছরের শুরুতে ভারতে Vivo Y75 5G স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo Y75 5G স্মার্টফোনটি কোম্পানি MediaTek Dimensity 700 প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 5000mAh শক্তিশালী ব্যাটারির সাথে পেশ করেছিল। এখন কোম্পানি এই Vivo স্মার্টফোনটির 4G ভার্সন লঞ্চ করার প্ল্যান করছে। Vivo India তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে Vivo Y75 4G স্মার্টফোন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। এই পোস্টে আপনাদের Vivo এর আসন্ন Vivo Y75 4G স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানাবো।

ভারতে লঞ্চ হবে Vivo Y75 4G

Vivo Y75 4G স্মার্টফোনের ভারত লঞ্চের বিষয়টি নিশ্চিত করে, কোম্পানি তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে বলিউড অভিনেত্রী সারা আলি খান কে Vivo Y75 4G স্মার্টফোন নিয়ে ঘুমোতে দেখা গেছে। এই ভিডিওটি থেকে Vivo Y75 4G স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে। যদিও এই ফোনটি কবে লঞ্চ হবে বা Vivo Y75 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন কী হবে সেই বিষয়ে এই ভিডিওটি থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

Vivo Y75 4G এর ডিজাইন

ভিডিওটি থেকে এই Vivo Y75 4G এর ডিজাইন সম্পর্কে যেসব তথ্য জানা গেছে সেগুলো হল ফোনটি নীল রঙ পেশ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এর সাথে ফোনের রেয়ার প্যানেলে সেল টেক্সচার দেখা যাচ্ছে। আসন্ন Vivo Y75 4G এর ডিজাইনটি সাধারণ, যেখানে সেলফির জন্য একটি ওয়াটারড্রপ নচ দেওয়া যেতে পারে। এর সাথে ফোনের ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

Vivo Y75 4G এর স্পেসিফিকেশন

Vivo Y75 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, এতে একটি 6.44-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া যেতে পারে। এর সাথে, ভিভোর আসন্ন ফোনে সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, Vivo Y75 4G স্মার্টফোনে MediaTek Helio G96 প্রসেসর থাকতে পারে। এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে। পাশাপাশি এই ফোনটিতে 4GB পর্যন্ত এক্সপেন্ডেবল RAM ফিচারের সাপোর্টও থাকবে বলে মনে করা হচ্ছে।

Vivo Y75 4G স্মার্টফোনের রেয়ার ক্যামেরা মডিউলের কথা বললে, ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ভিভোর এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP সেকেন্ডারি ক্যামেরা এবং 2MP তৃতীয় ক্যামেরা সেন্সর দেওয়া হবে। Vivo-এর এই ফোনে সেলফি তোলার জন্য একটি 44MP সেলফি ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সাথে Vivo Y75 4G স্মার্টফোনে একটি 4,020mAh ব্যাটারি থাকবে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here