Home খবর Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Lava Blaze সিরিজ স্মার্টফোনের ডিজাইন

Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Lava Blaze সিরিজ স্মার্টফোনের ডিজাইন

ভারতীয় মোবাইল ব্র্যান্ড Lava শীঘ্রই বাজারে তাদের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই আপকামিং স্মার্টফোনটি তাদের সোশ্যাল মিডিয়া সাইটে টিজ করা শুরু করে দিয়েছে। আমারা লঞ্চের আগেই আপকামিং Lava স্মার্টফোনের ছবি নিয়ে এসেছি। আমারা ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে এই ছবি পেয়েছি। একইসঙ্গে সোর্সের মাধ্যমে জানতে পেরেছি এই আপকামিং ফোনটি Lava Blaze সিরিজের স্মার্টফোন হতে চলেছে। তবে এই ফোনের নাম সম্পর্কে এখনও সঠিক কিছু বলা যাচ্ছে না। কিন্তু আমরা এই ফোনের ডিজাইন কেমন হবে সেই সম্পর্কে জানতে পেরেছি।

Lava Blaze phone এর ডিজাইন

এই আপকামিং স্মার্টফোনে Lava Blaze কার্ভ 5G মতোই কার্ভ ডিজাইন দেওয়া হবে। তবে আমরা এই ফোনের ডিসপ্লে শট সম্পর্কে জানতে পারেনি, কিন্তু এই ফোনের ডিসপ্লে এজেও কার্ভ ডিজাইন দেওয়া হবে বলে জানতে পেরেছি। বর্তমানে বেশির ভাগ ফোনেই ফ্ল্যাট ডিজাইন দেখা যাচ্ছে।

এছাড়া, লাভার শেষ ব্লেজ সিরিজের ফোনটি একটি 5G ফোন ছিল। লাভা ব্লেজ কার্ভ 5G ফোনটি 2024 এর মার্চ মাসে মেডিয়াটেক ডাইমেনশন 7050 SoC, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000mAh ব্যাটারি, 120Hz AMOLED ডিসপ্লে, 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। তবে, এই ফোনটি Android 13 সহ পেশ করা হয়েছিল।