ফেসবুকের থেকেও এগিয়ে Tik Tok

বিগত কিছু সময় ধরে জনপ্রিয় ভিডিও মেকিং অ্যাপ Tik Tok খবরের শীর্ষে উঠে রয়েছে। কয়েক দিন আগে অ্যাপটি ব‍্যানড করে দেওয়া হয়েছিল। কিন্তু আবার কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও অ্যাপেল ডিভাইসে যাতে অ্যাপটি ডাউনলোড করা যায় সেই ব‍্যাবস্থা করা হয়েছে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস স্টোরে এক নাম্বার ফ্রি অ্যাপে পরিণত হয়েছিল, এর থেকেই এই অ্যাপটির জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করা যায়। এখন নতুন রিপোর্ট অনুযায়ী এই অ্যাপটি সোশ্যাল মিডিয়ার রাজা ফেসবুকের থেকেও এগিয়ে যেতে চলেছে।

এক্সক্লুসিভ : Vivo Y12 এই মাসেই ভারতে লঞ্চ হবে, জেনে নিন দাম

অ্যাপ ইন্টেলিজেন্স ফার্ম সেন্সর টাওয়ারের রিপোর্ট অনুযায়ী Tik Tok এই বছরের প্রথম তিন মাসে 18 কোটি 80 লক্ষ ইউজার পেয়েছিল। শুধু এটুকুই নয়, মার্চ 2018 থেকে এখনও পর্যন্ত অ্যাপটি ইনস্টল করার ব‍্যাপারে 70 শতাংশ বৃদ্ধি লক্ষ করা গেছে। বিগত কিছু সময় ধরে ভারত Tik Tok এর জন্য একটি বড়ো মার্কেটে পরিণত হয়েছে। জেনে অবাক হতে হয়, ভারতে Tik Tok ব‍্যানড হ‌ওয়ায় এই চীনা কোম্পানিকে প্রতিদিন 500,000 ইউএস ডলার অর্থাৎ প্রায় 3.5 কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।

আবার এই অ্যাপটির প্রস্ততকারক কোম্পানি শাংঘাই বাইটডেন্স টেকনোলজি মন্তব্য করেছে ভারতে Tik Tok ব‍্যানড হ‌ওয়ার ফলে 250টির‌ও বেশি পেশা শেষ হতে বসেছে। কোম্পানির তথ্য অনুযায়ী ভারতে 300 মিলিয়নের‌ও বেশি Tik Tok ইউজার আছে।

7 Pro কে টক্কর দিতে এলো Asus Zenfone 6, এতে আছে 48 মেগাপিক্সেল ফ্লিপ ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

কিছু দিন আগে Tik Tok ব‍্যানড করার প্রস্তাব আনার পর সুপ্রিম কোর্ট মাদ্রাস কোর্টকে আদেশ দেয় এই অ্যাপের ফাইনাল ভার্ডিক্ট জমা দিতে। এই অর্ডারে সুপ্রিম কোর্ট বলেছিল যদি মাদ্রাস কোর্ট Tik Tok কেন ব‍্যানড হ‌ওয়া উচিত তার সাংবিধানিক ব‍্যাখা দিতে ব‍্যার্থ হয় তবে Tik Tok এর ওপর থেকে ব‍্যানড তুলে নেওয়া হবে।

এবছরের প্রথম তিন মাসে Tik Tok গোটা বিশ্বে সবচেয়ে বেশি ইনস্টল করা অ্যাপে পরিণত হয়েছে। Tik Tok এবছরের মার্চ মাস পর্যন্ত গোটা বিশ্বে 18.8 কোটি নতুন ইউজার পেয়েছে, যার মধ্যে ভারতীয় ইউজার 8.86 কোটি।

এই খবরটি হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here