টেকনো আনতে চলেছে তাদের প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, এটি হবে ডুয়েল রেয়ার ক‍্যামেরাযুক্ত

কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন কোম্পানির লিস্ট বানালে টেক কোম্পানি টেকনোর নাম সেই লিস্টে একদম ওপরের দিকে আসে। টেকনো গত মাসে তাদের ক‍্যামোন আই সিরিজে একসাথে দুটি ফোন ক‍্যামোন আই এস ও ক‍্যামোন আই স্কাই2 ফোনদুটি লঞ্চ করে। ফোনদুটি 6,799 টাকা ও 7,499 টাকার বিনিময়ে কেনা যায়। টেকনো আরও একবার তার ফ‍্যানদের জন্য নতুন উপহার আনতে চলেছে। এই উপহার হল কোম্পানির প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন।

91মোবাইলস খবর পেয়েছে টেকনো খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির লঞ্চ করা প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন হবে যা একটি সম্পূর্ণ নতুন স্মার্টফোন সিরিজে পেশ করা হবে। কোম্পানি এখনও ফোনটির নাম বা অন‍্য কোনো ডিটেইলস জানায়নি, কিন্তু ফোনটির ফোটো পাওয়া গেছে যার থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। এতে আইফোন 10 এর মতো বেজল লেস নচ ডিসপ্লে দেখা যাবে।

টেকনোর এই পরবর্তী ফোনের ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ক‍্যমেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং এর নিচে টেকনোর ব্র‍্যান্ড লোগো আছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে থাকবে এবং এর ওপরের দিকে নচ দেওয়া হবে। ফোনটির তিন দিক সম্পূর্ণ বেজল লেস তবে নিচের দিকে কিছুটা বডি পার্ট আছে।

ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন ও নিচের প‍্যানেলে হেডফোন জ‍্যাক থাকবে। টেকনোর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি তবে আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। মনে করা হচ্ছে ফোনটি 10,000 টাকার কম দামে লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here