লঞ্চের আগেই লিক হল Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল, জেনে নিন ডিটেইলস

গত মাসে অর্থাৎ জুন মাসে টেকনো তাদের স্পার্ক সিরিজের Tecno Spark 20 Pro 5G স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এবার এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হবে বলে জানা গেল। ভারতে লঞ্চের আগেই এই স্মার্টফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, কালার এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।

Tecno Spark 20 Pro 5G এর মার্কেটিং ম্যাটেরিয়াল (লিক)

  • টেকআউটলুক ওয়েবসাইট Tecno Spark 20 Pro 5G ফোনের ডিটেইলস শেয়ার করেছে। তবে এই শেয়ার ডিটেইলসের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, কিন্তু শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • নীচে দেওয়া মার্কেটিং ম্যাটেরিয়ালের ছবি অনুযায়ী এই Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনে 108 মেগাপিক্সেলে আলট্রা ক্লিয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
  • এই ফোনে ভার্চুয়াল RAM ফিচার সহ 16GB পর্যন্ত RAM এবং 256জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • লিক ম্যাটেরিয়ালের লেখা অনুযায়ী এই ফোনটি 5G চ্যাম্পিয়ন।
  • লিক মার্কেটিং ম্যাটেরিয়াল অনুযায়ী Tecno Spark 20 Pro 5G ফোনটি দুটি কালার অপশনে দেখা গেছে। এতে ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশন রয়েছে।

Tecno Spark 20 Pro 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

গত জুন মাসে ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এই Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Tecno Spark 20 Pro 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন যোগ করা হয়েছিল।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6080 5G প্রসেসর রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ 8GB ভার্চুয়াল RAM রয়েছে। এই সাহায্যে 16GB পর্যন্ত RAM উপভোগ করা যায়।
  • ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 108MP আলট্রা অল্ট্রা-সেন্সিং মেইন ক্যামেরা সহ 3x লসলেস ইন সেন্সর জুম এবং 10x ডিজিটাল জুম রয়েছে। একইসঙ্গে 2MP অন্য ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 33W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোন অ্যান্ড্রয়েড 14 এবং টেকনো HiOS 14 সহ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here