Vivo Y28s 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 03 Jul 2024 13:38:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 প্রকাশ্যে এল Vivo Y28s 5G স্মার্টফোনের ভারতীয় দাম, শীঘ্রই আসছে বাজারে https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-india-price-revealed-exclusive-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-india-price-revealed-exclusive-launch-soon-details-in-bengali/#respond Wed, 03 Jul 2024 13:38:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52888 ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে Vivo Y28s 5G

The post প্রকাশ্যে এল Vivo Y28s 5G স্মার্টফোনের ভারতীয় দাম, শীঘ্রই আসছে বাজারে first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে Vivo Y28s 5G স্মার্টফোনটি গ্লোবাল মঞ্চ থেকে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে এই স্মার্টফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড করা হয়েছিল। তবে Vivo Y28s 5G স্মার্টফোনের দাম সম্পর্কে জানা যায়নি। অন্যদিকে Vivo ফোনটি সম্পর্কে ক্রমাগত তথ্য ও লিক প্রকাশ্যে আসছে। কোম্পানি পক্ষ থেকে এই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, কিন্তু আমরা এই ফোনের দাম সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ভারতীয় দাম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y28s 5G এর ভারতীয় দাম (লিক)

  • টিপস্টার সুধাংশু মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় বাজারে Vivo Y28s 5G স্মার্টফোনটির বেস মডেল 4GB RAM এবং 128GB স্টোরেজের দাম 13,999 টাকা রাখা হবে।
  • ভিভো Vivo Y28s 5G স্মার্টফোন 6GB + 128GB এবং 8GB + 128GB সহ আরও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসতে চলেছে। এই ভেরিয়েন্টের দাম 15,499 টাকা এবং 16,999 টাকা রাখা হবে।
  • তবে এই দাম বক্সের না অফার সহ এই দাম রাখা হয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু আমরা নিশ্চিত জানাতে পারি ভিভো Y28s 5G স্মার্টফোনটি একটি মিড-রেঞ্জ ফোন হতে চলেছে এবং এর দাম 15,000 টাকার কম হবে।

জানিয়ে রাখি Vivo Y28s 5G স্মার্টফোনটি এই বছরের শুরুতে ভারতে লঞ্চ হওয়া Y28 ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। কিনতি এই ফোনের চিপসেট ছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই দুটি ফোনের মধ্যে এবং দামও একইরকম রাখা হয়েছে। এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চের পর এই সম্পর্কে কনফর্ম হওয়া যাবে।

Vivo Y28s 5G এর ভারতীয় লঞ্চ

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Y28s 5G স্মার্টফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি, কিন্তু প্রকাশ্যে আসা লিকের পর এই ফোনটি শীঘ্রই লঞ্চ সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে। আমরা এই ফোনের দাম এবং এই ফোনের মেচা ব্রাউন কালারের একটি ছবি পেয়েছি, এর থেকে বোঝা যাচ্ছে এই ফোনের ডিজাইন আগের মতোই হবে। এই স্মার্টফোনটি টুইঙ্কলিং পার্পল সহ লঞ্চ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেল সিমারি এবং ডোটেড নচ ডিসপ্লে রয়েছে।

Vivo Y28s 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল মডেল)

Vivo Y28s 5G স্মার্টফোন 90Hz রিফ্রেশ রেট এবং 840 নিটস পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনে ARM মালী-G57 MC2 GPU সহ মিডিয়াটেক ডায়মেনশন 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে।

The post প্রকাশ্যে এল Vivo Y28s 5G স্মার্টফোনের ভারতীয় দাম, শীঘ্রই আসছে বাজারে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-india-price-revealed-exclusive-launch-soon-details-in-bengali/feed/ 0
Exclusive: রিটেইলস স্টোরে শুরু হল Vivo Y28s 5G ফোনের সেল, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-sale-start-in-retail-stores-know-price-in-india-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-sale-start-in-retail-stores-know-price-in-india-and-specifications-in-bengali/#respond Tue, 02 Jul 2024 14:57:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52798 ভারতে লঞ্চ হল Vivo Y28s 5G

The post Exclusive: রিটেইলস স্টোরে শুরু হল Vivo Y28s 5G ফোনের সেল, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Vivo Y28s 5G ফোনটি লঞ্চ হয়ে গেছে। কোম্পানি এই 5G ফোনটি অফলাইন মার্কেটে পেশ করেছে এবং রিটেইল স্টোরে Vivo Y28s 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। আপাতত কোম্পানি এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে আমরা তাদের সূত্রের মাধ্যমে Vivo Y28s 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি।

Vivo Y28s 5G ফোনের দাম

  • 4GB RAM + 128GB Storage – 13,999 টাকা
  • 6GB RAM + 128GB Storage – 15,499 টাকা
  • 8GB RAM + 128GB Storage – 16,999 টাকা

জুলাই শুরু হতেই ভারতে Vivo Y28s 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। কোম্পানির তরফ থেকে এই ফোনটি পুরানো মডেল Y28-এর দামেই পেশ করা হয়েছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, Y28s 5G 4GB ভেরিয়েন্ট 13,999 টাকা দামে কেনা যাবে এবং ফোনটির 6GB RAM মডেল 15,499 টাকা দামে বিক্রি হচ্ছে।

রিটেইল সোর্স অনুযায়ী, কিছুদিনের মধ্যেই Vivo Y28s 5G ফোনের 8GB RAM মডেলের স্টকও মার্কেটে চলে আসবে। এই মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। Vivo Y28s 5G ফোনটি পার্পল এবং ব্লু কালারে পেশ করা হয়েছে।

Vivo Y28s 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.56″ 90Hz Display
  • MediaTek Dimensity 6300
  • 8GB RAM + 128GB Storage
  • 50MP Primary Camera
  • 8MP Front Camera
  • 15W 5,000mAh Battery

ডিসপ্লে: Vivo Y28s 5G ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 840nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Low Blue Light সার্টিফিকেশন রয়েছে।

প্রসেসর: Vivo Y28s 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Vivo Y28s 5G ফোনটি ভারতে 4GB, 6GB এবং 8GB RAM সহ তিনটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই তিনটি মডেলেই 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28s 5G ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

The post Exclusive: রিটেইলস স্টোরে শুরু হল Vivo Y28s 5G ফোনের সেল, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-sale-start-in-retail-stores-know-price-in-india-and-specifications-in-bengali/feed/ 0
50MP ক্যামেরা সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Vivo Y28s 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-launched-with-dimensity-6300-soc-and-50mp-camera-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-launched-with-dimensity-6300-soc-and-50mp-camera-details-in-bengali/#respond Thu, 27 Jun 2024 08:20:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52447 গ্লোবাল বাজারে লঞ্চ হল Vivo Y28s 5G স্মার্টফোন

The post 50MP ক্যামেরা সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Vivo Y28s 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো তাদের Y-সিরিজের অধীনে নতুন Vivo Y28s 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনে 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর সহ পেশ করা হয়েছে। গ্লোবাল কোম্পানির অফিসিয়াল সাইটে এই স্মার্টফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন লিস্টেড করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই স্মার্টফোনের দাম এবং সেল ডিটেইলস জানানো হয়নি। এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ সম্পর্কেও বর্তমানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। চলুন বিসারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y28s 5G এর দাম এবং কালার ডিটেইলস

প্রথমেই জানিয়ে দিয়েছি কোম্পানি এখনও পর্যন্ত Y28s 5G ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি। তবে এই স্মার্টফোনটির দাম প্রায় 15,000 টাকা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি মোকা ব্রাউন এবং টুইঙ্কল পার্পল এর মতো কালার অপশন সহ পেশ করা হয়েছে।

Vivo Y28s 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে: কোম্পানির সাইটের থেকে পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y28s 5G স্মার্টফোনে 6.56 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। কোম্পানির এই ডিসপ্লেকে ‘হাই ব্রাইটনেস স্ক্রিন’ বলেছে।

প্রসেসর: Vivo Y28s 5G স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4গীগাহার্টজ স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

মেমরি: Vivo Y28s 5G স্মার্টফোনে 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে Extended RAM ফিচার এবং 8জিবি ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo Y28s 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সহ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28s 5G স্মার্টফোনে 15ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 8.39mm থিকনেস সহ Mocha Brown এবং 8.53mm থিকনেস সহ লঞ্চ করা কয়েছে। এই Vivo Y28s 5G স্মার্টফোনে IP54 রেটিং এবং 150% volume বুস্টার রয়েছে।

The post 50MP ক্যামেরা সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Vivo Y28s 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-launched-with-dimensity-6300-soc-and-50mp-camera-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Vivo Y28s 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-y28s-5g-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-y28s-5g-specifications-leaked-details-in-bengali/#respond Tue, 25 Jun 2024 13:13:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52251 ইন্টারনেটে লিক হল Vivo Y28s 5G ফোনের স্পেসিফিকেশন

The post শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Vivo Y28s 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo 2023 সালের ডিসেম্বরে ভারতে Vivo Y28 5G ফোনটি লঞ্চ করেছিল, যার দাম 13,999 টাকা, সেই ফোনে 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6020 চিপসেট রয়েছে। এবার কোম্পানি এই সিরিজের আরেকটি মোবাইল Vivo Y28s 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির ঘোষণার আগেই এই স্মার্টফোনের ডিটেইলস ইন্টারনেটে লিক হয়ে গেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার জানানো হল।

Vivo Y28s 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক রিপোর্ট অনুযায়ী Vivo Y28S 5G ফোনে 6.56-ইঞ্চি পাঞ্চ-হোল স্ক্রিন থাকবে, যা 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। কোম্পানি এটিকে ‘হাই ব্রাইটনেস স্ক্রিন’ বলেছে।
  • প্রসেসর: Vivo Y28s 5G ফোনটি Android 14 এ লঞ্চ হবে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনে MediaTek Dimensity 6300 octacore প্রসেসর দেওয়া হবে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং 2.4GHz ক্লক স্পিডে চলবে।
  • মেমরি: Vivo Y28s 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হবে। এই ফোনে এক্সটেন্ডেড র‌্যাম টেকনোলজিও থাকবে, যা এই ফোনটিকে 8GB ভার্চুয়াল র‌্যামের সঙ্গে 16GB RAM পর্যন্ত পাওয়ার দেবে। এই মোবাইলটি 128GB এবং 256GB স্টোরেজে মার্কেটে সেলের জন্য পাওয়া যাবে।
  • ক্যামেরা: লিক রিপোর্ট অনুযায়ী, Y28S 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে, যা এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28s 5G ফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • অন্যান্য: লিক অনুযায়ী এই ফোনটি দুটি কালার অপশনে লঞ্চ হবে, যার মধ্যে 8.39mm থিকনেস যুক্ত Mocha Brown এবং 8.53mm থিকনেস সহ Twinkling Purple অপশন পাওয়া যাবে। Vivo Y28s 5G ফোনটি IP54 রেটযুক্ত হবে এবং এতে 150% ভলিউম বুস্টার থাকবে।

Vivo Y28 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

Vivo Y28 5G ফোনের 4 GB RAM ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। এই ফোনের 6 GB RAM মডেলটি 15,499 টাকা দামে কেনা যাবে এবং 8 GB RAM ভেরিয়েন্টটি 16,999 টাকা দামে কেনা যাবে। তিনটি মডেলই 128GB স্টোরেজ সাপোর্ট করে।

এই ফোনে একটি 6.64 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনটি MediaTek Dimension 6020 5G প্রসেসরে কাজ করে। Vivo Y28 5G ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এই ফোনে একটি 8MP সেলফি ক্যামেরাও রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 15W চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই ফোনটি Funtouch 13 বেসড Android 13 এ কাজ করে।

The post শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Vivo Y28s 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-y28s-5g-specifications-leaked-details-in-bengali/feed/ 0
TDRA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y28s 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-spotted-on-tdra-website-may-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-spotted-on-tdra-website-may-launch-soon-details-in-bengali/#respond Sun, 09 Jun 2024 11:34:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51124 আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লঞ্চ হবে Vivo Y28s 5G স্মার্টফোন

The post TDRA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y28s 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo আগামী কয়েক সপ্তাহের মধ্যে Y28 সিরিজের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করতে পারে। এই সিরিজের অধীনে একটি নতুন বাজেট স্মার্টফোন Vivo Y28s 5G লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এটি বর্তমানে TDRA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এর আগে ফোনটি অন্যান্য সার্টিফিকেশনেও লিস্টেড হয়েছে। যার ফলে শীঘ্রই ফোনটি লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

Vivo Y28s 5G TDRA লিস্টিং

  • Vivo কোম্পানির নতুন মোবাইল TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে মডেল নম্বর V2346 সহ লিস্টেড হয়েছে।
  • এই নতুন মোবাইলটি Vivo Y28s 5G নামে লঞ্চ হবে বলে জানানো হয়েছে।
  • TDRA প্ল্যাটফর্ম থেকে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।
  • TDRA এবং অন্যান্য প্ল্যাটফর্মে লিস্টেড হওয়ার পরে মনে হচ্ছে কোম্পানি কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি লঞ্চ করতে পারে।

Vivo Y28 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y28 5G জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। এই ফোনে 1612×720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.56-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ফোনে 90Hz রিফ্রেশরেট এবং ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে।
  • প্রসেসর: এই মোবাইলটিতে MediaTek Dimensity 6020 চিপসেট এবং গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Mali G57 GPU রয়েছে।
  • মেমরি: এই ডিভাইসটিতে 4GB, 6GB, 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। শুধু তাই নয় 8GB এক্সটেন্ডেবল RAM এর সাপোর্টও রয়েছে।
  • ক্যামেরা: Vivo Y28 5G মোবাইলে f/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার যুক্ত একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বড় 5,000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: Vivo Y28 5G ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 রেটিং, ডুয়াল-সিম, 5G, ওয়াইফাই 5, এবং কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.1 এর মতো ফিচার রয়েছে।
  • অপারেটিং সিস্টেম: এই Vivo মোবাইলটি Android 13 বেসড FunTouch OS 13-এ লঞ্চ করা হয়েছিল।

The post TDRA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y28s 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-spotted-on-tdra-website-may-launch-soon-details-in-bengali/feed/ 0
BIS এবং Bluetooth SIG-তে তালিকাভুক্ত হল Vivo T3 Lite 5G, Y28s 5G এবং Y28e 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-t3-lite-5g-y28s-5g-y28e-5g-bis-bluetooth-sig-certification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t3-lite-5g-y28s-5g-y28e-5g-bis-bluetooth-sig-certification-details-in-bengali/#respond Sun, 02 Jun 2024 04:03:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50498 শীঘ্রই লঞ্চ হবে Vivo T3 Lite 5G স্মার্টফোন

The post BIS এবং Bluetooth SIG-তে তালিকাভুক্ত হল Vivo T3 Lite 5G, Y28s 5G এবং Y28e 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের T এবং Y সিরিজের স্মার্টফোন প্রোডাক্ট প্রসারিত করার কাজ করছে। কোম্পানির তিনটি ফোন একই সাথে ব্লুটুথ SIG এবং ভারতের BIS ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি Vivo T3 Lite 5G, Vivo Y28s 5G এবং Vivo Y28e 5G নামে লঞ্চ হতে পারে।

Vivo ফোনগুলির BIS এবং Bluetooth SIG লিস্টিং

  • Bluetooth SIG তালিকা থেকে Vivo T3 Lite 5G, Vivo Y28s 5G এবং Vivo Y28e 5G-এর নাম নিশ্চিত হয়েছে৷ এর সাথে মডেল নম্বরও প্রকাশ করা হয়েছে।
  • তালিকাটিতে Vivo T3 Lite 5G মডেল নম্বর V2356, Vivo Y28s 5G মডেল নম্বর V2346 ও V2351 এবং Vivo Y28e 5G-এর মডেল নম্বর V2307 সহ তালিকাভুক্ত হয়েছে।
  • এই সমস্ত স্মার্টফোন BIS সার্টিফিকেশন এও তালিকাভুক্ত হয়েছে। Vivo Y28s 5G-এর ভারতীয় ভেরিয়েন্টের মডেল নম্বর V2351 রয়েছে, কারণ এটিই BIS-এ উপস্থিত হয়েছে। অন্যান্য মডেল নম্বর আন্তর্জাতিক মার্কেটের জন্য হতে পারে।
  • মনে রাখবেন যে মডেল নম্বর এবং নাম ছাড়া, তালিকায় অন্য কোন স্পেসিফিকেশনের ডিটেইলস নেই।

Vivo T3 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Vivo গত মার্চ মাসে Vivo T3 5G ফোন লঞ্চ করেছে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।

  • ডিসপ্লে: Vivo T3 5G ফোনে একটি 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনের পিক্সেল রেজলিউশন 2400 x 1080 এবং 120Hz রিফ্রেশরেট রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে Octa core MediaTek Dimension 7200 চিপসেট ইনস্টল করা আছে।
  • স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে আসে। একটি 8GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ এবং অন্যটি 8GB RAM + 256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এর সাথে 8GB টার্বো সাপোর্ট সহ 16GB পর্যন্ত RAM পাওয়া যায়।
  • ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। যেটিতে OIS সহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX 882 প্রাইমারি লেন্স, 2-মেগাপিক্সেল ক্যামেরা লেন্স এবং একটি ফ্লিকার সেন্সর ইনস্টল করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: Vivo T3 5G ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে। যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

The post BIS এবং Bluetooth SIG-তে তালিকাভুক্ত হল Vivo T3 Lite 5G, Y28s 5G এবং Y28e 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t3-lite-5g-y28s-5g-y28e-5g-bis-bluetooth-sig-certification-details-in-bengali/feed/ 0
প্রস্তুত হচ্ছে সস্তা Vivo Y28s 5G স্মার্টফোন, শীঘ্রই বাজারে হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-launching-soon-details-leaked-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-launching-soon-details-leaked-in-bengali/#respond Sun, 19 May 2024 12:57:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49606 শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Y28s 5G স্মার্টফোন

The post প্রস্তুত হচ্ছে সস্তা Vivo Y28s 5G স্মার্টফোন, শীঘ্রই বাজারে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো তাদের ‘Y’ সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি বাজারে Vivo Y28s 5G নামে পেশ করা হতে পারে। এটি একটি সস্তা স্মার্টফোন যা Vivo Y28 ফোনের নেক্সট ভার্সন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Vivo Y28s 5G

গিজমোচায়না টেক ওয়েবসাইটে Vivo Y28s 5G স্মার্টফোন সম্পর্কে শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী এই আপকামিং ফোনটি CQC সার্টিফিকেশন এবং ডেটাবেসে মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এই সাইটে ফোনটি V2346 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, কিন্তু ফোনটি টেক মার্কেটে Vivo Y28s 5G নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনে 15W চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।

Vivo Y28 5G এর দাম এবং স্পেসিফিকেশন

দাম

এই ভিভো ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4জিবি RAM+ 128 স্টোরেজ 13,999 টাকা দামে সেল করা হতে পারে। এই ফোনের 6জিবি RAM + 128জিবি স্টোরেজ মডেলের দাম 15,499 টাকা এবং 8জিবি RAM +128জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি Crystal Purple এবং Glitter Aqua কালার অপশনে সেল করা হবে।

স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y28 5G স্মার্টফোনের 1612 × 720 পিক্সেল রেজোলিউশন 6.56 ইঞ্চির এচডি + ওয়াটারড্রপ ডিসপ্লে সাপোর্ট করে। এই এলসিডি ডিসপ্লে 90হার্টজ রিফ্রেশ রেট এবং 840নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 এবং ফ্যানটাচ ওএস 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোন 7ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর সহ 2.2গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। Vivo Y28 5G ফোনে 8জিবি এক্সপেন্টডেড RAM ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে ভার্চুয়াল RAM এবং ফোনের 8জিবি ফিজিক্যাল RAM সহযোগে 16জিবি RAM পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y28 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এফ/2.4 অ্যাপচারযুক্ত 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ কাজ করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপচারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28 5G স্মার্টফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড়ো ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Vivo Y28 5G স্মার্টফোনে 7 5G Bands সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই 5G স্মার্টফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে।

The post প্রস্তুত হচ্ছে সস্তা Vivo Y28s 5G স্মার্টফোন, শীঘ্রই বাজারে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y28s-5g-launching-soon-details-leaked-in-bengali/feed/ 0