Vivo Y200e 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 22 Feb 2024 08:15:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 ভারতে লঞ্চ হল Vivo এর দুর্দান্ত 5G ফোন, পাওয়া যাবে 8GB RAM এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড ব্যাটারি https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-launched-in-india-price-start-rs-19999-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-launched-in-india-price-start-rs-19999-details-in-bengali/#respond Thu, 22 Feb 2024 08:15:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46570 ভারতে লঞ্চ হল Vivo Y200e 5G

The post ভারতে লঞ্চ হল Vivo এর দুর্দান্ত 5G ফোন, পাওয়া যাবে 8GB RAM এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo গত বছর অক্টোবর মাসে Snapdragon 4 Gen 1 প্রসেসরযুক্ত Vivo Y200 5G লঞ্চ করেছিল। এবার কোম্পানি Snapdragon 4 Gen 2 চিপসেট সহ Vivo Y200e 5G ফোনটি বাজারে পেশ করেছে। এই ফোনের প্রাথমিক দাম 19,999 টাকা। এর আগে ভিভো জানিয়ে দিয়েছিল Vivo Y200e 5G ফোনটি ভারতের প্রথম ইকো ফাইবার লেদার ফিনিশ সহ ব্যাক প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz AMOLED ডিসপ্লে সহ স্মার্টফোন হবে। নিচে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Vivo Y200e 5G এর দাম এবং সেল

Vivo Y200e 5G ফোনটি 6GB + 128GB এবং 8GB + 128GB মডেলে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 20,999 টাকা। ফোনটি ব্ল্যাক ডায়মন্ড এবং স্যাফরন অরেঞ্জ কালারে সেল করা হবে।

ভারতে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরের মাধ্যমে Y200e 5G ফোনের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। আগামী 27 ফেব্রুয়ারি থেকে এই ফোনের সেল শুরু হবে।

Vivo Y200e 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y200e 5G ফোনে 6.67 ইঞ্চির স্যামসাঙ E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনে FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 394ppi পিক্সেল ডেনসিটি, 1200 নিটস পীক ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল বোকে লেন্স, একটি ফ্লিকার সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। সেলফির জন্য Vivo Y200e 5G ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • প্রসেসর: কোয়ালকম Snapdragon 4 Gen 2 চিপসেট সহ এই ফোনে 6GB / 8GB LPDDR4x RAM, 8GB পর্যন্ত virtual RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 রয়েছে।
  • কানেক্টিভিটি: এতে ডুয়েল সিম, 5G, ওয়াইফাই 802.11ac, ব্লুটুথ 5.0, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 163.1 x 75.81 x 7.79 এমএম (ব্ল্যাক) / 7.99 এমএম (ভেগান লেদার সহ অরেঞ্জ) এবং ওজন 185.5 (ব্ল্যাক) / 191 (অরেঞ্জ) গ্রাম।

OnePlus Nord CE 3 Lite 5G এর সঙ্গে প্রতিযোগিতা

Vivo Y200e 5G ফোনটিকে দামের দিক থেকে ভারতের মার্কেটে উপস্থিত OnePlus Nord CE3 Lite 5G ফোনটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। এই ওয়ানপ্লাস ফোনের দাম 2000 টাকা কমে গেছে, যার ফলে 8GB RAM ও 128GB স্টোরেজ মডেল 17,999 টাকা এবং 8GB RAM ও 256GB মেমরি ভেরিয়েন্ট মাত্র 19,999 টাকা দামে কেনা যাবে।

এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত LCD স্ক্রিন এবং Qualcomm Snapdragon 695 5G চিপসেট রয়েছে। এর সঙ্গে এই ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

The post ভারতে লঞ্চ হল Vivo এর দুর্দান্ত 5G ফোন, পাওয়া যাবে 8GB RAM এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-launched-in-india-price-start-rs-19999-details-in-bengali/feed/ 0
মাত্র 19,999 টাকা দামে লঞ্চ হবে vivo Y200e 5G, লঞ্চের আগেই লিক হল দাম এবং অন্যান্য তথ্য https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-india-price-and-details-leak-exclusive-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-india-price-and-details-leak-exclusive-details-in-bengali/#respond Tue, 20 Feb 2024 10:51:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46482 লিক হল vivo Y200e 5G ফোনের দাম

The post মাত্র 19,999 টাকা দামে লঞ্চ হবে vivo Y200e 5G, লঞ্চের আগেই লিক হল দাম এবং অন্যান্য তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগেই আমরা জানিয়েছিলাম আগামী 22 ফেব্রুয়ারি ভারতে vivo Y200e 5G লঞ্চ করা হবে। এবার এই ফোনের দাম সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পাওয়া গেছে। ভারতের বাজারে এই ফোনটি 19,999 টাকা প্রাথমিক দামে সেল করা হবে। অফলাইন স্টোরের মাধ্যমে এই খবর পাওয়া গেছে।

vivo Y200e 5G এর দাম

vivo Y200e 5G ফোনটি ভারতের বাজারে 6GB RAM + 128GB স্টোরেজ সহ এবং মাত্র 19,999 টাকা দামে পেশ করা হবে। একইভাবে ফোনটির দ্বিতীয় মডেল 20,999 টাকা দামে 8GB RAM + 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে।

vivo Y200e 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y200e 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট, পাঞ্চ হোল কাটআউট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
  • প্রসেসর: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএস এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হবে। এই ফোনটিতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর চিপসেট যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y200e 5G ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সঙ্গে এই সেটআপে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি ফ্লিকার লেন্স থাতে পারে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

ভারতের বাজারে এই ফোনটি স্যাফরন এবং ব্ল্যাক কালারে সেল করা হবে। এর মধ্যে ব্ল্যাক কালার মডেলের ওজন 185.5 গ্রাম এবং থিকনেস 7.79 এমএম। একইভাবে স্যাফরন মডেলের ওজন 191 গ্রাম রাখা হবে এবং থিকনেস হবে 7.99 এমএম।

The post মাত্র 19,999 টাকা দামে লঞ্চ হবে vivo Y200e 5G, লঞ্চের আগেই লিক হল দাম এবং অন্যান্য তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-india-price-and-details-leak-exclusive-details-in-bengali/feed/ 0
22 ফেব্রুয়ারি লঞ্চ হবে vivo Y200e 5G, দেখে নিন প্রোমো ভিডিও https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-india-launch-date-and-promo-video-exclusive-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-india-launch-date-and-promo-video-exclusive-details-in-bengali/#respond Sat, 17 Feb 2024 09:43:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46400 ভারতে আসছে Vivo Y200e 5G

The post 22 ফেব্রুয়ারি লঞ্চ হবে vivo Y200e 5G, দেখে নিন প্রোমো ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল ভিভো ভারতে তাদের vivo Y200e 5G লঞ্চ করতে চলেছে। এবার আমরা খবর পেয়েছি এই ফোনটি আগামী 22 ফেব্রুয়ারি, 2024 লঞ্চ করা হবে। আমরা এই ফোনের প্রমোশনাল ভিডিওও পেয়েছি, এতে লেখা রয়েছে এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে। ভিদতে এই ফোনটির বডি ভেগান লেদার দিয়ে তৈরি দেখা গেছে এবং এটি দেখতে যথেষ্ট আকর্ষণীয়। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি 18-20 হাজার টাকার বাজেটে পেশ করা হতে পারে। এক বিশ্বস্ত ইন্ডাস্ট্রি সোর্স থী আমরা এই খবর পেয়েছি।

Vivo Y200e 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: Vivo Y200e 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট পাওয়া যাবে।
  • প্রসেসর: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএস এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হবে। এই ফোনটিতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: ভারতে এই ফোনটি 8GB RAM এর সঙ্গে পেশ করা হবে এবং এতে 8GB virtual RAM দেওয়া হতে পারে। একইভাবে ডেটা স্টোর করার জন্য এই ফোনে 128GB মেমরি থাকতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y200e 5G ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সঙ্গে এই সেটআপে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি ফ্লিকার লেন্স থাতে পারে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

The post 22 ফেব্রুয়ারি লঞ্চ হবে vivo Y200e 5G, দেখে নিন প্রোমো ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y200e-5g-india-launch-date-and-promo-video-exclusive-details-in-bengali/feed/ 0