Samsung Galaxy A06 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 01 Jul 2024 07:06:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A06 স্মার্টফোন, প্রকাশ্যে এল BIS লিস্টিং https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a06-bis-listing-phone-launch-soon-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a06-bis-listing-phone-launch-soon-in-india-details-in-bengali/#respond Mon, 01 Jul 2024 07:06:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52729 ভারতে আসতে চলেছে Samsung Galaxy A06

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A06 স্মার্টফোন, প্রকাশ্যে এল BIS লিস্টিং first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung বাজারে তাদের A-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কিছু দিন আগেই কোম্পানির এই আপকামিং Samsung Galaxy A06 ফোনটি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এবার এই ফোনটি BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সাইটে লিস্টেড হয়েছে, যার ফলে নিশ্চিত বোঝা যাচ্ছে স্যামসাঙ খুব তাড়াতাড়ি এই ফনিত ভারতে লঞ্চ করবে। BIS লিস্টিং অনুযায়ী এই আপকামিং স্যামসাঙ ফোনের মডেল নাম্বার SM-A065F/DS। লিস্টিং থেকে জানা গেছে Galaxy A06 ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করবে।

BIS-এর আগে লিস্টেড হয়েছে গীকবেঞ্চ এবং Wi-Fi Alliance সাইটে

জানিয়ে রাখি কিছু দিন আগে এই স্যামসাঙ ফোনটি গীকবেঞ্চ এবং Wi-Fi Alliance সাইটেও দেখা গিয়েছিল। এই লিস্টিংগুলি অনুযায়ী এই ফোনে 2.4GHz এবং 5GHz ওয়াইফাই ফিচার দেওয়া হবে। ফোনটিতে 6GB পর্যন্ত RAM যোগ করা হতে পারে। এই ফোনে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট থাকতে পারে।

এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। এই আপকামিং ফোনটি গ্যালাক্সি এ05 এর সাক্সেসার হিসাবে মার্কেটে পেশ করা হতে পারে। তাই এই ফোনের দাম 10 হাজার টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। নিচে গ্যালাক্সি এ05 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Samsung Galaxy A05 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A05 ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Samsung Galaxy A05 ফোনে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া virtual RAM ফিচারের সাহায্যে এই ফোনে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায় এবং মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • অন্যান্য: Samsung Galaxy A05 ফোনে চার বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনে ডুয়েল সিম 4জি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং জিপিএসের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A06 স্মার্টফোন, প্রকাশ্যে এল BIS লিস্টিং first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a06-bis-listing-phone-launch-soon-in-india-details-in-bengali/feed/ 0
গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Samsung Galaxy A06 স্মার্টফোন, পাওয়া যাবে MediaTek Helio SoC https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a06-with-mediatek-helio-soc-spotted-on-geekbench-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a06-with-mediatek-helio-soc-spotted-on-geekbench-launch-soon-details-in-bengali/#respond Fri, 28 Jun 2024 04:50:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52511 শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A06 স্মার্টফোন

The post গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Samsung Galaxy A06 স্মার্টফোন, পাওয়া যাবে MediaTek Helio SoC first appeared on 91Mobiles Bengali.

]]>
রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে সাউথ কোরিয়ার ইলেক্ট্রনিক কোম্পানি স্যামসাঙ তাদের Samsung Galaxy A06 স্মার্টফোন লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি Galaxy A06 ফোনটি গত বছর লঞ্চ হওয়া গ্যালাক্সি A05 ফোনের আপগ্রেড ভার্সন এবং এটি একটি এন্ট্রি লেবল স্মার্টফোন হতে চলেছে। এবার গীকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসে টেক সাইট সহ MySmartPrice এর টিম আপকামিং Samsung Galaxy A06 স্মার্টফোনটি স্পট করেছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A06 এর গীকবেঞ্চ লিস্টিং ডিটেইলস

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে Samsung Galaxy A06 স্মার্টফোনটি SM-A065F মডেল নাম্বার সহ দেখা গেছে। গীকবেঞ্চের 4.2 বেঞ্চমার্ক টেস্টে সিঙ্গেল কোর রাউন্ডে এবং মাল্টি কোর রাউন্ডে এই ফোনটি 1644 এবং 5326 স্কোর করেছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে জানা গেছে এই ফোনটি 6GB RAM এবং Android 14 সহ পেশ করা হবে।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি A06 স্মার্টফোনে অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর সহ এর মডেল নম্বর MT6769V/CZ হবে, 1.80GHz পিক ফ্রিকোয়েন্সি এবং মালি G52 GPU দেওয়া হবে। এর থেকে বোঝা যায় যে আপকামিং গ্যালাক্সি A06 স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনশন G85 SoC প্রসেসর যোগ করা হবে।

গিকবেঞ্চের পাশাপাশি Samsung Galaxy A06 স্মার্টফোনে WiFi সার্টিফিকেশনে ও দেওয়া হয়েছে। এই সার্টিফিকেশনে মাধ্যমে জানা গেছে যে স্মার্টফোনে ডুয়াল-ব্যান্ড WiFi 5 802.11a/b/g/n/ac কানেক্টিভিটি সাপোর্ট করবে। এছাড়া এই লিস্টিঙের মাধ্যমে এই আপকামিং ফোনের অন্যান্য তথ্য সম্পর্কে জানা যায়নি।

Samsung Galaxy A06 স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Galaxy A05 স্মার্টফোনের এর আপগ্রেডেড ভার্সন হিসেবে পেশ করা হবে। নীচে গ্যালাক্সি A05 স্মার্টফোনের স্পেসিফিকেশনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Samsung Galaxy A05 ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির PLS এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লে এবং 16 মিলিয়ন কলর সাপোর্ট দেওয়া হয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হয়েছে।
  • স্টোরেজ: Samsung Galaxy A05 ফোনে 6GB RAM এবং 12GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স অটো ফোকাস সহ 2 মেগাপিক্সেল অন্য লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Samsung Galaxy A05 ফোনে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 4জি, 3.5মিমি হেডফোন জ্যাক এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

The post গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Samsung Galaxy A06 স্মার্টফোন, পাওয়া যাবে MediaTek Helio SoC first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a06-with-mediatek-helio-soc-spotted-on-geekbench-launch-soon-details-in-bengali/feed/ 0