Nokia 7.1 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 21 Oct 2018 09:46:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 নোকিয়া এক্স7 লঞ্চ,।এতে আছে 6 জিবি র‍্যাম, 6.18 ইঞ্চি নচ ডিসপ্লে ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/nokia-x7-aka-nokia-7-1-plus-launched-6gb-ram-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-x7-aka-nokia-7-1-plus-launched-6gb-ram-feature-specifications-price-in-bengali/#respond Tue, 16 Oct 2018 14:39:23 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2076 লঞ্চ হল নোকিয়া এক্স7, যার অপর নাম নোকিয়া 7.1

The post নোকিয়া এক্স7 লঞ্চ,।এতে আছে 6 জিবি র‍্যাম, 6.18 ইঞ্চি নচ ডিসপ্লে ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়া সম্পর্কে দীর্ঘ দিন ধরে তাদের নতুন নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া 7.1 প্লাসের ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। আজ কোম্পানি এই ফোনটির ওপর থেকে পর্দা তুলে নিয়েছে। নোকিয়ার মালিকানা অধিকার দখল করে রাখা টেক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল আজ নোকিয়া 7.1 প্লাস আন্তর্জাতিক মঞ্চে পেশ করেছে। নোকিয়া 7.1 প্লাস চীনে নোকিয়া এক্স7 নামে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে ভারতেও লঞ্চ করা হবে।

নোকিয়া এক্স7 অর্থাৎ নোকিয়া 7.1 প্লাসের ফিচার ও স্পেসিফিকেশন হল এই ফোনটি 18.7:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। এই ফোনটি 2,246 × 1,080 পিক্সেল রেজলিউশনের সঙ্গে 6.18 ইঞ্চির টিএফটি স্ক্রিনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে নোকিয়া এক্স7 এর তিনটি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি সাপোর্ট করে এবং অন্য ভেরিয়েন্টদুটিতে 6 জিবি র‍্যামের সঙ্গে যথাক্রমে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। প্রতিটি ভেরিয়েন্টে ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 400 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের রেয়ার ক‍্যামেরা কার্ল জেসিস লেন্সযুক্ত যা উন্নত ফোটোগ্ৰাফ ক‍্যাপচার করতে সক্ষম। এক‌ই ভাবে নোকিয়া এক্স7 এর ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

নোকিয়া এক্স7 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য নোকিয়া এক্স7 এ ফাস্ট চার্জিং সাপোর্টসহ 3,500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। নোকিয়া এক্স7 এর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,699 ইউয়ান, 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,999 ইউয়ান ও 6 জিবি র‍্যাম/128 জিবি মেমরি ভেরিয়েন্ট 2,499 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে।

নোকিয়া এক্স7 এর তিনটি ভেরিয়েন্টের ভারতীয় দাম যথাক্রমে 18,000 টাকা,।21,000 টাকা ও 26,500 টাকা। নোকিয়া এক্স7 অর্থাৎ নোকিয়া 7.1 প্লাস ডার্ক ব্লু, রেড, ব্ল‍্যাক ও সিলভার কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে এইচ‌এমডি গ্লোবাল খুব তাড়াতাড়ি ভারতে ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দেবে।

The post নোকিয়া এক্স7 লঞ্চ,।এতে আছে 6 জিবি র‍্যাম, 6.18 ইঞ্চি নচ ডিসপ্লে ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-x7-aka-nokia-7-1-plus-launched-6gb-ram-feature-specifications-price-in-bengali/feed/ 0
ওপ্পো-ভিভোকে টক্কর দিতে আসছে নোকিয়ার নচযুক্ত স্মার্টফোন, 11ই অক্টোবর লঞ্চ হবে নোকিয়া 7.1 প্লাস https://www.91mobiles.com/bengali/nokia-7-1-plus-to-launch-in-india-on-11-october-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-7-1-plus-to-launch-in-india-on-11-october-feature-specifications-in-bengali/#respond Mon, 01 Oct 2018 15:50:49 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1638 নোকিয়া 7.1 প্লাস ভারতে আসছে 11ই অক্টোবর

The post ওপ্পো-ভিভোকে টক্কর দিতে আসছে নোকিয়ার নচযুক্ত স্মার্টফোন, 11ই অক্টোবর লঞ্চ হবে নোকিয়া 7.1 প্লাস first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল আগামী 4ঠা অক্টোবর লন্ডনে একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই মঞ্চেই কোম্পানি তাদের পরবর্তী স্মার্টফোন নোকিয়া 7.1 প্লাস লঞ্চ করা হবে। ফোনটির দাম ও স্পেসিফিকেশন ঘোষণার আগেই ভারতে নোকিয়া ফ‍্যানরা ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা শুরু করে দিয়েছে। ভারতীয় ইউজারদের এই আগ্ৰহ দেখে নোকিয়া জানিয়ে দিয়েছে আগামী 11ই অক্টোবর ভারতে নোকিয়া 7 1 প্লাস লঞ্চ করা হবে।

নোকিয়া 11ই অক্টোবরের লঞ্চ ইভেন্টের জন্য মিডিয়া ইনভাইট পাঠানো শুরু করে দিয়েছে। নোকিয়া আগামী ইভেন্টে কোন কোন লঞ্চ করবে তার উল্লেখ করেনি তবে মনে করা হচ্ছে ওইদিন নোকিয়া 7 1 প্লাস লঞ্চ করা হবে। দেশের উৎসবের শুরু নোকিয়া তাদের এই ফোনের মাধ্যমে করতে চলেছে। বিগত কয়েক দিনের মধ্যে লঞ্চ করা নোকিয়ার ফোনগুলির মতো এই ফোনটিতেও নচ দেখা যাবে।

টেনাতে দেওয়া লিস্টিং অনুযায়ী নোকিয়া 7.1 প্লাস ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.18 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টিগ্রেটেড অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হবে যা 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে।

টেনাতে দেওয়া তথ্য অনুযায়ী নোকিয়া 7.1 প্লাসের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। সেলফির জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে। আশা করা হচ্ছে ভারতে নোকিয়া 7.1 প্লাস 25,000 টাকা দামে লঞ্চ করা হবে। নোকিয়া 7.1 প্লাসের সঠিক দাম ও স্পেসিফিকেশনের জন্য 11ই অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে।

The post ওপ্পো-ভিভোকে টক্কর দিতে আসছে নোকিয়ার নচযুক্ত স্মার্টফোন, 11ই অক্টোবর লঞ্চ হবে নোকিয়া 7.1 প্লাস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-7-1-plus-to-launch-in-india-on-11-october-feature-specifications-in-bengali/feed/ 0
নোকিয়া 7.1 প্লাসের তথ্য হল লিক, জেনে নিন কেমন হবে ফোনটি https://www.91mobiles.com/bengali/nokia-7-1-plus-images-and-features-leak-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-7-1-plus-images-and-features-leak-in-bengali/#respond Thu, 27 Sep 2018 16:49:44 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1532 লিক থেকে জানা গেল নোকিয়া 7.1 প্লাসের ডিজাইন ও লুক

The post নোকিয়া 7.1 প্লাসের তথ্য হল লিক, জেনে নিন কেমন হবে ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে এইচ‌এমডি গ্লোবাল ভারতে নোকিয়া 5.1 ও নোকিয়া 6.1 ফোনের ঘোষণা করে। এরপরই নোকিয়ার আর একটি ফোন সম্পর্কে তথ্য সামনে আসে। খবর আসে কোম্পানি 7.1 প্লাস লঞ্চ করতে পারে এবং এর আগে ফোনটি সম্পর্কে কিছু লিক সামনে আসে। আজ নোকিয়া 7.1 প্লাসের লাইভ ইমেজ লিক হয়েছে যেখানে ফোনটিকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এর সঙ্গে ফোনটির ডিজাইন ও স্ক্রিনের সম্পর্কেও আন্দাজা করা যায়। যেমনটা দেখা গেছে নোকিয়া তাদের প্লাস মডেলগুলি চীনে এক্স নামে লঞ্চ করা হয়েছে তাই মনে করা হচ্ছে এই ফোনটিও চীনে নোকিয়া 7এক্স নামে লঞ্চ করা হতে পারে।

এবারের ফোনটির ডিজাইন একটু নতুন ধরনের। কোম্পানি এতে মেটালিক ফ্রেমের ব‍্যবহার করেছে এবং এর ব‍্যাক প‍্যানেলে গ্লাস দেখা যাবে। এই ফোনে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেখা যাবে। ক‍্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ক‍্যামেরার পাশে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। একসাথে ফোনটির দুটি ফোটো লিক হয়েছে যার থেকে ফোনটির কালার ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে।

ইমেজে নোকিয়া 7.1 প্লাসের সিলভার বিথ হোয়াইট কালার দেখা গেছে। এর সঙ্গেই নিচে কপার ব্রাউন কালার‌ও দেখা যাচ্ছে। আজকের লিকে ফোনটির লঞ্চ ডেট বা স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়নি। তবে এর আগে নোকিয়া একটি টুইট করেছিল যেখানে বলা হয়েছিল 4ঠা অক্টোবর কোম্পানি একটি গেমিং ফোন লঞ্চ করতে চলেছে। তাই আশা করা হচ্ছে এই ফোনটিই ওই দিন পেশ করা হতে পারে।

এখনও পর্যন্ত জারি হ‌ওয়া লিক থেকে জানা গেছে নোকিয়া 7.1 ও নোকিয়া 7.1 প্লাস নোকিয়ার প্রথম ফোন হতে পারে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। এর সঙ্গে এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হতে পারে। তথ্য অনুযায়ী কোম্পানি এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লে দেওয়া হতে পারে।

The post নোকিয়া 7.1 প্লাসের তথ্য হল লিক, জেনে নিন কেমন হবে ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-7-1-plus-images-and-features-leak-in-bengali/feed/ 0