iQOO Neo 9S Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 27 Jun 2024 07:30:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 লিক হল iQOO Neo 9s Pro+ এবং iQOO Z9 Turbo+ স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-plus-specs-iqoo-z9-turbo-plus-chipset-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-plus-specs-iqoo-z9-turbo-plus-chipset-leaked-details-in-bengali/#respond Thu, 27 Jun 2024 07:30:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52436 শীঘ্রই লঞ্চ হতে পারে iQOO Neo 9s Pro+ এবং iQOO Z9 Turbo+ স্মার্টফোন

The post লিক হল iQOO Neo 9s Pro+ এবং iQOO Z9 Turbo+ স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO তাদের iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro স্মার্টফোন চীনে ডিসেম্বার মাসে লঞ্চ করেছিল। এরপর গত মে মাসে iQOO Neo 9s Pro স্মার্টফোন পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের নতুন iQOO Neo 9s Pro+ স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে এই iQOO Z9 Turbo+ স্মার্টফোনের প্রসেসর  সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা আপকামিং ফোনের তথ্য সম্পর্কে।

iQOO Neo 9s Pro+ এর স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে iQOO Neo 9s Pro+ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী আপকামিং iQOO Neo 9s Pro+ স্মার্টফোনে চীনের iQOO Neo 9 Pro মডেলের মতোই হার্ডওয়্যার থাকতে পারে। তবে চিপসেট, ব্যাটারি এবং সিকিউরিটি আপডেট হতে পারে।
  • লিক অনুযায়ী এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • এই স্মার্টফোনের আগের মডেলের চেয়ে বড়ো ব্যাটারি এবং আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
  • লিকের মাধ্যমে ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি এই সম্পর্কে তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।

iQOO Neo 9s Pro+ এর সম্ভাব্য ডিটেইলস

  • আগেই MIIT সার্টিফিকেশন সাইটে iQOO Neo 9s Pro+ ফোনটি V2403A মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল।
  • এই ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
  • এই স্মার্টফোনটি 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
  • আপকামিং iQOO Neo 9s Pro+ স্মার্টফোনটি জুলাই মাসে চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বর্তমানে সঠিক লঞ্চ ডেট জানার জন্য অপেক্ষা করতে হবে।

iQOO Z9 Turbo+ এর ডিটেইলস (লিক)

লিক মাধ্যমে iQOO Neo 9S Pro+ স্মার্টফোনের সঙ্গে iQOO Z9 Turbo+ ফোন সম্পর্কেও জানা গেছে। এই ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট সহ বাজারে লঞ্চ করা হতে পারে। তাই এই ফোনটি সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হবে বলে মনে করা হচ্ছে। তবে কম দামের iQOO Z9 Turbo ফোনটি স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল।

The post লিক হল iQOO Neo 9s Pro+ এবং iQOO Z9 Turbo+ স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-plus-specs-iqoo-z9-turbo-plus-chipset-leaked-details-in-bengali/feed/ 0
16GB RAM এবং Dimensity 9300+চিপসেট সহ চীনে লঞ্চ হল iQOO Neo 9S Pro, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-phone-launched-in-china-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-phone-launched-in-china-price-specifications-details-in-bengali/#respond Mon, 20 May 2024 16:29:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49686 চীনে লঞ্চ হল iQOO Neo 9S Pro

The post 16GB RAM এবং Dimensity 9300+চিপসেট সহ চীনে লঞ্চ হল iQOO Neo 9S Pro, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
আইকু তাদের হোম মার্কেট চীনে Neo 9S সিরিজ পেশ করেছে। এই সিরিজে ফ্ল্যাগশিপ iQOO Neo 9S Pro স্মার্ট =ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনের আগের iQOO Neo 9 Pro ফোনের চেয়ে আপগ্রেডেড MediaTek Dimensity 9300+ চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর পারফরমেন্সের জন্য এতে Q1 চিপও যোগ করা হয়েছে। ই ফোনে 16GB RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

iQOO Neo 9S Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: iQOO Neo9S Pro ফোনে 6.78-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন, 2,160Hz PWM ডিমিং, 20:9 আসপেক্ট রেশিও এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে MediaTek Dimensity 9300+ প্রসেসর যোগ করা হয়েছে। সুন্দর গেমিঙের জন্য এতে Q1 চিপ ব্যাবহার করা হয়েছে। এছাড়াও এতে 6K VC লিকুইড কুলিং সিস্টেমদেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP Sony IMX920 প্রাইমারি সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

ব্যাটারি: iQOO Neo 9S Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই চার্জ হয়ে যায়।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো ফিচার দেওয়া হয়েছে।

ওএস: iQOO Neo9S Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে।

iQOO Neo9S Pro ফোনের দাম

চীনে iQOO Neo9S Pro ফোনটি চারটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

  • ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 2,999 ইউয়ান অর্থাৎ প্রায় 34,200 টাকা রাখা হয়েছে।
  • দ্বিতীয় মডেল 12GB RAM + 512GB স্টোরেজ মডেল 3,299 ইউয়ান অর্থাৎ প্রায় 37,650 টাকা দামে পেশ করা হয়েছে।
  • এই ফোনের মিড মডেল 16GB RAM + 512GB স্টোরেজ মডেল 3,599 ইউয়ান অর্থাৎ প্রায় 41,100 টাকা দামে সেল ক্ক্রা হবে।
  • 16GB RAM + 1TB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেলের দাম 3,999 ইউয়ান অর্থাৎ প্রায় 45,700 টাকা রাখা হয়েছে।
  • এই ফোনটি স্টার ইয়াও হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট মিক্স এবং ব্ল্যাক কালারে সেল করা হবে।

The post 16GB RAM এবং Dimensity 9300+চিপসেট সহ চীনে লঞ্চ হল iQOO Neo 9S Pro, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-phone-launched-in-china-price-specifications-details-in-bengali/feed/ 0
20 মে লঞ্চ হবে iQOO Neo 9s Pro স্মার্টফোন, জেনে নিন এই শক্তিশালী ফোনে কেমন হবে স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-launching-on-20-may-in-china-know-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-launching-on-20-may-in-china-know-specifications-in-bengali/#respond Wed, 15 May 2024 13:03:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49525 লিক হল iQOO Neo 9s Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post 20 মে লঞ্চ হবে iQOO Neo 9s Pro স্মার্টফোন, জেনে নিন এই শক্তিশালী ফোনে কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে iQOO Neo 9 Pro স্মার্টফোনে 12GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ 33,999 টাকা দামে সেল করা হচ্ছে। iQOO তাদের এই সিরিজের আরও একটি নতুন ফোন চীনে পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 20 মে iQOO Neo 9s Pro স্মার্টফোন চীনে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেল সম্পর্কে।

iQOO Neo 9s Pro এর লঞ্চ ডিটেইলস

iQOO পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 20 মে চীনে একটি বড়ো ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চে iQOO Neo 9s Pro স্মার্টফোন পেশ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি চীনে সময় অনুযায়ী সন্ধ্যা 7 টা বেজে 30 মিনিটে শুরু করা হবে এবং ভারতের সময় অনুযায়ী সন্ধ্যা 5 টায় লাইভ দেখা যাবে। পরবর্তী সময়ে iQOO Neo 9s Pro স্মার্টফোন ভারতেও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

iQOO Neo 9s Pro এর ইমেজ

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী iQOO Neo 9s Pro স্মার্টফোনে পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে রাউন্ড এজ সহ ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। iQOO Neo 9s Pro ফোনের নীচের ফ্রেমে স্পিকার সহ ইউএসবি টাইপ-সি পোর্ট দেখা যাবে।

iQOO Neo 9s Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • প্রসেসর: iQOO Neo 9s Pro স্মার্টফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9300+অক্টাকোর প্রসেসর সহ 3.4Ghz ক্লক স্পীডে কাজ করবে।
  • ইনবিল্ড গেমিং চিপ: iQOO Neo 9s Pro স্মার্টফোনে পাওয়ারফুল প্রসেসর সহ Supercomputing Chip Q1 চিপসেট দেওয়া হবে। এই চিপসেট বিশেষ করে গেমিঙের জন্য দেওয়া হয়েছে, যা গেম ফাস্ট, স্মুথ এবং ল্যাগ ফ্রি করতে সাহায্য করবে।
  • মেমরি: লিক অনুযায়ী iQOO Neo 9s Pro স্মার্টফোনে 16জিবি RAM মেমরি সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে এই ফোনে 16জিবি ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM সহ 32GB RAM (16GB+16GB) এর ক্ষমতা দেওয়া হবে।
  • স্টোরেজ: iQOO Neo 9s Pro স্মার্টফোনে 1TB Storage সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এই স্টোরেজ অপশন ফোনটির সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনের বেশ মডেলে 256জিবি ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে পেশ করা হবে।
  • ডিসপ্লে: iQOO Neo 9s Pro স্মার্টফোনে 6.78 ইঞ্চির বড়ো স্ক্রিন দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনে 8টি এলটিপীও OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে যা 144Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
  • ব্যাটারি: লিক অনুযায়ী iQOO Neo 9s Pro স্মার্টফোনে 5160mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এই বড়ো ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

The post 20 মে লঞ্চ হবে iQOO Neo 9s Pro স্মার্টফোন, জেনে নিন এই শক্তিশালী ফোনে কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-launching-on-20-may-in-china-know-specifications-in-bengali/feed/ 0
স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro+ স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-plus-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-plus-specifications-leaked-details-in-bengali/#respond Sat, 11 May 2024 03:35:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49421 লিক হল iQOO Neo 9s Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro+ স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই iQOO তাদের Neo 9 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে iQOO Neo 9S Pro এবং iQOO Neo 9S Pro+ মডেল চীনে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে নিয়ো 9এস প্রো টিজার শেয়ার করা হয়েছে। অফিসিয়াল ঘোষণার আগেই লিকের মাধ্যমে নিও 9এস প্রো+ ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে। এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ দুর্দান্ত ফিচার সহ বাজারে লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 9s Pro+ এর স্পেসিফিকেশন (লিক)

  • এই লিক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে শেয়ার করেছে। এই শেয়ার করা লিকে ফোনের নাম নেই, কিন্তু এই ফোনটি iQOO Neo 9s Pro+ বলে মনে করা হচ্ছে।
  • পোস্ট অনুযায়ী এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
  • লিক অনুযায়ী এই ফোনে 6.78 ইঞ্চির ফ্ল্যাট 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে। এছাড়া স্ক্রিনে 2160Hz PWM এবং DC ডিমিং ফিচার দেওয়া হতে পারে।
  • iQOO Neo 9s Pro+ ফোনে স্টোরেজের জন্য 16GB RAM + 512GB এবং 16GB RAM + 1TB দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
  • এই স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে ডেডিকেটেট গ্রাফিক্স চিপ দেওয়া হতে পারে।
  • এই ফোনটি শক্তিশালী ফিচারস সহ বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

iQOO Neo 9s Pro এর ডিটেল

  • iQOO Neo 9s Pro স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া MediaTek Dimensity 9300+ চিপসেট সহ পেশ করা হবে।
  • টিজারের মাধ্যমে iQOO Neo 9s Pro স্মার্টফোনের ডিজাইন প্রকাশ্যে এসে গেছে। এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে বড়ো ক্যামেরা সেন্সর সহ আগের মডেল iQOO Neo 9 Pro ফোনের মতোই দেখা গেছে।
  • এই ফোনটি হোয়াইট কালারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে, কিন্তু আরও কালার অপশন সহ পেশ করা হতে পারে।
  • বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনের লঞ্চ ডেট ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

The post স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro+ স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-plus-specifications-leaked-details-in-bengali/feed/ 0
16GB RAM, 1TB Memory এবং Dimensity 9300+ প্রসেসর সহ বাজারে আসবে এই দুর্দান্ত স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-specifications-and-images-leaked-before-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-specifications-and-images-leaked-before-launch-details-in-bengali/#respond Wed, 08 May 2024 14:50:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49268 লিক হল স্পেসিফিকেশন iQOO Neo 9s Pro স্মার্টফোন

The post 16GB RAM, 1TB Memory এবং Dimensity 9300+ প্রসেসর সহ বাজারে আসবে এই দুর্দান্ত স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
iQOO ফেব্রুয়ারি মাসে ভারতে তাদের ‘Neo’ সিরিজের অধীনে iQOO Neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 33,999 টাকা দামে সেল করা হচ্চে। এই ফোনটি 12GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন iQOO Neo 9s Pro স্মার্টফোন পেশ করতে চলেছে। অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনের ফটো এবং স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে।

iQOO Neo 9s Pro এর ইমেজ

টিপস্টার অভিষেক যাদব টুইটারে ওপরের ছবিগুলি শেয়ার করেছেন। এই ছবিতে দেখা গেছে iQOO Neo 9s Pro ফোন রাউন্ড এজ ফ্ল্যাট এবং পাঞ্চ-হোল স্টাইল ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং নীচের ফ্রেমে স্পিকার সহ ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।

iQOO Neo 9s Pro এর স্পেসিফিকেশন

Dimensity 9300+ প্রসেসর

এই ফোনের শেয়ার করা ছবি অনুযায়ী iQOO Neo 9s Pro MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের সবচেয়ে বড়ো চিপসেট, যার ঘোষণা গতকালই করা হয়েছে। এই প্রসেসর 3.4Ghz ক্লক স্পীডে কাজ করে।

গেমিং Chip Q1

শক্তিশালী প্রসেসর সহ এই আপকামিং iQOO ফোনটি মোবাইল গেমিং এর জন্য তৈরি, এতে Supercomputing Q1 চিপও দেওয়া হতে পারে। এই চিপ ফোনে উপস্থিত চিপসেটের সহযোগে কাজ করে, ফলে গেমিং ফাস্ট, স্মুথ এবং ল্যাগ ফ্রিভাবে উপভোগ করতে পারবে। এই গেমিং চিপ iQOO Neo9 Pro ফোনেও দেখা গিয়েছিল।

16GB + 16GB RAM

রিপোর্ট অনুযায়ী iQOO Neo 9s Pro ফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হবে। শেয়ার করা ছবি অনুযায়ী এই ফোনে 16GB ফিজিক্যাল RAM সহ 16GB ভার্চুয়াল RAM দেওয়া হবে। ফলে এই দুটি RAM মিলিয়ে এই স্মার্টফোনে 32GB RAM সহ পেশ করা হবে।

1TB Storage

iQOO Neo 9s Pro স্মার্টফোনে 1টিবি ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এটি 1টিবি মেমরি ফোনের সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে দেওয়া হতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 256জিবি ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে পেশ করা হতে পারে।

iQOO Neo 9 Pro

  • দাম: এই ফোন 8GB RAM + 128GB স্টোরেজের দাম 33,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজের দাম 35,999 টাকা রাখা হয়েছে। iQOO Neo 9s Pro স্মার্টফোনের সবচেয়ে বড়ো ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ 37,999 টাকা দামে সেল করা হয়েছে।
  • ডিসপ্লে: iQOO Neo 9 Pro স্মার্টফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সহ 6.78 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। এতে 144Hz রিফ্রেশ রেট, 3000নিটস পীক ব্রাইটনেস, এচডিআর 10+, 1.07 বিলিয়ন কলার ফিচার দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর সহ 3.2গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। এই ফোনে ডেডিকেটেট গেমিং চিপ রয়েছে।
  • ক্যামেরা: iQOO Neo 9 Pro স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল আইএমএক্স920 নাইট ভিজন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 9 Pro স্মার্টফোনে 5,160এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • অন্যান্য: iQOO Neo 9 Pro স্মার্টফোনটি আইপী54 সার্টিফাইট ফোন। এতে ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই 7,ব্লুটুথ,অপ্টিকল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সিলরোমিটর, প্রক্সিমিটি সেন্সরের মতো ফিচার দেওয়া হয়েছে।

The post 16GB RAM, 1TB Memory এবং Dimensity 9300+ প্রসেসর সহ বাজারে আসবে এই দুর্দান্ত স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-specifications-and-images-leaked-before-launch-details-in-bengali/feed/ 0
12GB RAM এবং MediaTek Dimensity 9300 সহ লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro, গুগল প্লে কনসোলে লিস্টেড হল এই ফোন https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-specifications-spotted-on-google-play-console-with-mediatek-dimensity-9300-12gb-ram-and-more-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-specifications-spotted-on-google-play-console-with-mediatek-dimensity-9300-12gb-ram-and-more-details-in-bengali/#respond Fri, 05 Apr 2024 05:52:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48129 শীঘ্রই লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro

The post 12GB RAM এবং MediaTek Dimensity 9300 সহ লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro, গুগল প্লে কনসোলে লিস্টেড হল এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
আমাদের দেখা নতুন গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী iQOO আন্তর্জাতিক বাজারে জন্য একটি নতুন শক্তিশালী ফোন তৈরি করছে। কোম্পানি ফেব্রুয়ারি মাসে ভারতে iQOO Neo 9 Pro ফোনটি লঞ্চ করেছিল এবং এবার এই সিরিজে ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট সহ একটি নতুন ফোন পেশ করা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক QOO Neo 9S Pro ফোনটি সম্পর্কে।

iQOO Neo 9S Pro ফোনের চিপসেট

Google Play কনসোলে একটি নতুন iQOO Neo সিরিজের ডিভাইস লিস্টেড করা হয়েছে। এই ফোনটির iQOO Neo 9S Pro নাম এবং V2339A মডেল নাম্বার। লিস্টিং অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 চিপসেট সহ 12GB RAM দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 সহ 2800x1260p ডিসপ্লে দেওয়া হবে।

মনে করিয়ে দিই এই বছর ফেব্রুয়ারি মাসে iQOO Neo 9 Pro ফোনটি ভারতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি চীনের বাজারে লঞ্চ করা ভ্যানিলা মডেল iQOO Neo 9 ফোনের রিব্র্যান্ড ভার্সন হিসাবে পেশ করা হয়েছিল।

হোম মার্কেটে iQOO Neo 9 Pro ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 চিপসেট এবং অন্যত 50MP ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। তবে এবার এই ডিভাইসটিকে ভারত সহ গ্লোবাল মার্কেটে এই ফোনটি iQOO Neo 9S Pro নামে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। এতে চাইনিজ মডেলের মতো ব্লু কালার অপশনও থাকতে পারে।

iQOO Neo 9S Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 1.5K AMOLED 2800×1260p রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চি
  • চিপসেট: মিডিয়াটেক ডায়মেনসিটি 8300
  • ক্যামেরা: 50MP IMX920 প্রাইমারি ক্যামেরা + 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: 5,160mAh, 120W ফাস্ট চার্জিং
  • ওএস: অ্যান্ড্রয়েড14 সহ ফান টাচ ওএস 14

ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ হলে লড়াই জমে উঠবে। এই ফোনটি সরাসরি ওয়ানপ্লাস 12আর ফোনটিকে টক্কর দেবে, যা ডুয়েল ক্যামেরার দৌলতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ এই ডিভাইসটি মার্কেটে উপস্থিত নিও 9 প্রো ফোনটিকে সম্পূর্ণ রিপ্লেস করে দেবে বলে আশা করা হচ্ছে অথবা এতে আরও আপগ্রেড করা হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ সম্পর্কে কিছুই জানানো হয়নি।

The post 12GB RAM এবং MediaTek Dimensity 9300 সহ লঞ্চ হতে পারে iQOO Neo 9S Pro, গুগল প্লে কনসোলে লিস্টেড হল এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iqoo-neo-9s-pro-specifications-spotted-on-google-play-console-with-mediatek-dimensity-9300-12gb-ram-and-more-details-in-bengali/feed/ 0