Google Pixel - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 12 Oct 2023 17:03:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/#respond Thu, 12 Oct 2023 17:03:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44147 স্মার্টফোন ইউজারদের জন্য সরকারের নোটিশ

The post Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ফোন থেকে পার্সোনাল ডেটা চুরি হওয়ার ঝুঁকি।
  • অনলাইন ব্যাঙ্কিং ব্যাবহারকারীদের জন্য বেশি বিপদ।
  • সমস্ত ইউজারদের আপডেটের প্রতি খেয়াল রাখতে হবে।

Google Pixel, Samsung, OnePlus স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস ব্যাবহারকারীদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টীম (CERT-In) এর বক্তব্য অনুযায়ী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার যেমন গুগল পিক্সেল, স্যামসাং এবং ওয়ানপ্লাস অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনের জন্য বিপদ রয়েছে। এই ফোনগুলিতে বেশ কিছু দুরব্লতা খুঁজে পাওয়া গেছে। স্মার্টফোন ইউজারদের পার্সোনাল ডেটা অনলাইনে সহজেই অ্যাক্সেস করা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল 75 ইঞ্চির QLED 4K Smart TV, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

এই ফোনগুলিতে রয়েছে ঝুঁকি

ইউজারদের ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12, 12L, 13 এ কাজ করে তবে তাদের যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাদের ডেটা এবং অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য লেটেস্ট সফটওয়্যার আপডেট করতে হবে।

অনেক ইউজার এমন আছে যারা সময় মতো তাদের ফোন আপডেট করেন না, এই ধরনের মানুষরা যথেষ্ট বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে পুরনো ভার্সনের ফোনের জন্যই সতর্কতা জারি করা হয়েছে। আরও পড়ুন: 12GB RAM ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) স্মার্টফোন, জেনে নিন দাম

মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনে কর্মরত CERT-In এর রিপোর্ট অনুযায়ী ভারতে অনলাইন পেমেন্টের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনই বেশি ব্যাবহার করা হয়। অথচ গুগল, স্যামসাং, ওয়ানপ্লাস এবং নাথিঙের মতো ফোনগুলির লোকেশন, ব্যাঙ্কিং ডি =টেইলস সহ বেশ কিছু সেন্সিটিভ ডেটা সহজেই ট্র্যাক করা যায়।

অ্যান্ড্রয়েড ওএসের খামতি

CERT-In এর তথ্য অনুযায়ী ফ্রেমওয়ার্ক সিস্টেম, Google Play সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্টস, মিডিয়াটেক কম্পোনেন্টস, ইউনিসক কম্পোনেন্টস, কোয়ালকম কম্পোনেন্টস এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্টসে খামতির কারণে অ্যান্ড্রয়েড ওএসে এই খামতি রয়েছে। আরও পড়ুন: Motorola লঞ্চ করল 50MP রেয়ার, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 8GB RAM সহ নতুন স্মার্টফোন, জেনে নিন দাম

এইসব কমজোরির সুযোগ নিয়ে কিছু সাইবার ফ্রড ফোনে নিজেদের কোর সেট করে দেয় এবং ফলে সেন্সিটিভ ডেটা তাদের কাছে পৌঁছে যায়। এই কারণে যে কোনো ধরনের জোচ্চুরির হাত থেকে বাঁচার জন্য ইউজারদের Google এর দেওয়া প্যাচ আপডেট করতে থাকা উচিৎ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে। first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/government-issues-alert-for-google-pixel-samsung-oneplus-and-other-android-users-full-details-in-bengali/feed/ 0
বড় স্ক্রিন, শক্তিশালী প্রসেসর ও সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েডের সঙ্গে লঞ্চ হল গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এল https://www.91mobiles.com/bengali/google-pixel-3-and-pixel-3-xl-launched-price-specifications-and-features-in-bengali/ https://www.91mobiles.com/bengali/google-pixel-3-and-pixel-3-xl-launched-price-specifications-and-features-in-bengali/#respond Tue, 09 Oct 2018 17:23:49 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1923 লঞ্চ হয়ে গেল গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এল

The post বড় স্ক্রিন, শক্তিশালী প্রসেসর ও সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েডের সঙ্গে লঞ্চ হল গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এল first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং সর্বপ্রথম তাদের গ‍্যালাক্সি নোট 9 পেশ করে। এরপর বিশ্ববিখ্যাত অ্যাপেলের পক্ষ থেকে কোম্পানি গত সেপ্টেম্বরে আইফোন 10এস ও আইফোন 10এস ম‍্যাক্স লঞ্চ করে গোটা বিশ্বে এর সেল শুরু হ‌ওয়ার কথা ঘোষণা করে। এরপর বিশ্বের ইন্টারনেট রাজা ও সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মালিক গুগল কি করে পিছিয়ে থাকে? টেক জগত এতদিন পিক্সেল ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং আজ গুগল তাদের ফোন সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে। গত বছরের মত এবছরও কোম্পানি এক সঙ্গে দুটি মডেল পেশ করেছে। গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3 এক্স‌এল লঞ্চ করা হয়েছে। বড় ডিসপ্লে, নতুন ওএস ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে এতে আরও অনেক বিশেষ ফিচার আছে। গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এলের সম্পর্কে বিশদে জানতে পড়তে থাকুন।

ডিসপ্লে

গুগল পিক্সেল 3 তে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.5 ইঞ্চির ফুল এইচডি+ এইচডিআর ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিঙ গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। অপরদিকে পিক্সেল 3এক্স‌এলে 18.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2960 × 1440 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.3 ইঞ্চির কিউএইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতেও ডিসপ্লের প্রোটেকশনের জন্য কর্নিঙ গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এলের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12.2 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা অপটিক্যাল ও ইলেকট্রনিক স্টেবিলাইজেশন টেকনিক সাপোর্ট করে। সেলফির জন্য এতে কিছু বিশেষ ফিচার আছে। সেলফির জন্য ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একটি সেন্সর 8 মেগাপিক্সেলের এবং এটি এফ/2.2 অ্যাপার্চার সাপোর্ট করে এবং অপরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত। ক‍্যামেরা এইচডিআর+ সাপোর্ট করে। কোম্পানির কথা অনুযায়ী এই ফোনদুটি সাধারণ চোখের মত যে কোনো জিনিস দেখতে সক্ষম। এর সঙ্গে এতে এআই ইন্টিগ্ৰেশন পাওয়া যাবে।

র‍্যাম ও স্টোরেজ

প্রসেসরের দিক থেকে ফোনদুটি আপগ্ৰেডেড হয়ে গেলেও র‍্যাম ও রমের ব‍্যাপারে খুব একটা পার্থক্য দেখা যায়নি। গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এলে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। তবে স্টোরেজের ব‍্যাপারে 64 জিবি ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। আগের ফোনগুলির মতোই এতেও মেমরি কার্ড সাপোর্ট করবে না।

প্রসেসর

গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল দুটি ফোন‌ই কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেটে রান করে। কোম্পানি এতে স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটের সঙ্গে 10 ন‍্যানো মিটারের অক্টাকোর (4 × 2.5 গিগাহার্টসের কোরিও 385 গোল্ড ও 4 × 1.6 গিগাহার্টসের কোরিও 385 সিলভার) প্রসেসর দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাহক জন্য এতে 630 জিপিইউ দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম

গুগলের সব ফোন সব সময় অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়। দুটি ফোন‌ই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইতে লঞ্চ করা হয়েছে এবং এর সঙ্গে অ্যাডেপ্টিভ ব‍্যাটারী, অ্যাডেপ্টিভ ব্রাইটনেস অ্যাপ অ্যাকশন ও টেক্সট ক্লাসিফায়ারের মত অপশন পাওয়া যাবে। অ্যাডেপ্টিভ ব‍্যাটারী ফিচার নিজে সেন্স করে সেই সমস্ত অ্যাপকে বন্ধ করে দেবে যা অকারণে ব‍্যাটারী খরচ করে। অ্যাডেপ্টিভ ব্রাইটনেস আলোর উপস্থিতির ওপর নির্ভর করে ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করে উন্নত এক্সপেরিয়েন্স উপভোগ করতে সাহায্য করে। অ্যান্ড্রয়েড 9 পাইতে মেশিন লার্নিং ফিচার আছে যা ইউজারের এক্সপেরিয়েন্স আরও ভালো করে তোলে। সময় ও প্রয়োজন বুঝে ফোনটি দরকারি অ্যাপগুলি হাইলাইট করে দেবে। এছাড়া টাস্ক কুইকার ও ডিসপ্লে কাট আউটের য়ত অপশন পাওয়া যাবে।

ব‍্যাটারী

দুটি ফোন মূলত স্ক্রিন ও ব‍্যাটারীর দিক থেকেই আলাদা। গুগল পিক্সেল 3 তে 2,915 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যাবে। অথচ গুগল পিক্সেল 3এক্স‌এলের ব‍্যাটারীটি 3,430 এম‌এএইচের। দুটি ফোনেই ওয়ারলেস চার্জিঙের সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

বিশেষ ফিচার

গতবার গুগল পিক্সেল সিরিজের ফোনগুলি আইপি67 রেটিঙের সঙ্গে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি আইপি68 সার্টিফিকেশন ব‍্যবহার করেছে। অর্থাৎ ফোনটি জল ও ধূলো থেকে কোনোরকম ক্ষতিগ্রস্ত হবে না এবং 1.5 মিটার গভীর জলে ফোনটি 30 মিনিট প‍র্যন্ত থাকতে পারবে। এছাড়া এতে ফ্রন্ট অডিও স্পীকার পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা সেল প‍্যাকের মধ্যে হেডফোন পাওয়া যাবে। ফোনে ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

দাম ও সেল

লঞ্চের সঙ্গে কোম্পানি ফোনদুটির দাম ও সের সম্পর্কেও জানিয়েছে। ভারতে 11ই অক্টোবর থেকে গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এলের প্রিঅর্ডার বুকিং চালু হয়ে যাবে। এবং আগামী পয়লা নভেম্বর থেকে ফোনদুটির সেল শুরু হবে। ভারতীয় বাজারে গুগল পিক্সেল 3 এর 64 জিবি ভেরিয়েন্টের দাম 71,000 টাকা। এবং পিক্সেল 3এক্স‌এলের 128 জিবি ভেরিয়েন্টের দাম 80,000 টাকা রাখা হয়েছে। অপরদিকে গুগল পিক্সেল 3এক্স‌এলের 64 জিবি ভেরিয়েন্টের জন্য 83,000 টাকা ও 128 জিবি ভেরিয়েন্টের জন্য 92,000 টাকা দাম দিতে হবে।

The post বড় স্ক্রিন, শক্তিশালী প্রসেসর ও সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েডের সঙ্গে লঞ্চ হল গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/google-pixel-3-and-pixel-3-xl-launched-price-specifications-and-features-in-bengali/feed/ 0
9 অক্টোবর লঞ্চ হতে পারে গুগল পিক্সেল 3 ও পিক্সেল এক্স‌এল, এফসিসিতে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/google-pixel-3-and-pixel-3-xl-cleared-fcc-certification-might-launch-on-9-october-in-bengali/ https://www.91mobiles.com/bengali/google-pixel-3-and-pixel-3-xl-cleared-fcc-certification-might-launch-on-9-october-in-bengali/#respond Tue, 04 Sep 2018 06:09:36 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=760 গুগলের পরবর্তী পিক্সেল ডিভাইস সম্পর্কে অনেক দিন ধরে বিভিন্ন লিক সামনে আসছে। গুগল পিক্সেল 3এক্স‌এল চীনা বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে দেখা গেছে এবং পিক্সেল 3 এর রেন্ডার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে আগামী 9ই অক্টোবর গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল স্মার্টফোনের ওপর থেকে পর্দা।তুলবে এবং টেক জগতের সামনে পেশ করবে। গুগলের এই দুটি ডিভাইস […]

The post 9 অক্টোবর লঞ্চ হতে পারে গুগল পিক্সেল 3 ও পিক্সেল এক্স‌এল, এফসিসিতে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
গুগলের পরবর্তী পিক্সেল ডিভাইস সম্পর্কে অনেক দিন ধরে বিভিন্ন লিক সামনে আসছে। গুগল পিক্সেল 3এক্স‌এল চীনা বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে দেখা গেছে এবং পিক্সেল 3 এর রেন্ডার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে আগামী 9ই অক্টোবর গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল স্মার্টফোনের ওপর থেকে পর্দা।তুলবে এবং টেক জগতের সামনে পেশ করবে। গুগলের এই দুটি ডিভাইস এফসিসিতে লিস্টেড হয়েছে যেখানে ফোনের লঞ্চ ডেট‌ও জানানো হয়েছে।

গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল ইতিমধ্যে এফসিসিতে লিস্টেড করা হয়েছে। ওয়েবসাইটে একটি ফোন এ4আরজি103এ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং অপর ফোনটির মডেল নাম্বার এ4আরজি103সি বলা হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনদুটিই গুগল পিক্সেল 3 ও গুগল পিক্সেল 3এক্স‌এল। টেক বিশেষজ্ঞদের মতে গত বছর লঞ্চ হ‌ওয়া গুগল পিক্সেল 2 এর মডেল নাম্বারের শেষে 011এ ছিল এবং পিক্সেল 2এক্স‌এলের মডেল নাম্বারের শেষ ডিজিট ছিল 011সি। অর্থাৎ “এ” ডিজিটের ফোনটি পিক্সেল ডিভাইস এবং “সি” ডিজিটের ফোনটি পিক্সেল এক্স‌এল ডিভাইস হবে।

পিক্সেল ডিভাইসের লিস্টিং আরও আকর্ষণীয় হ‌ওয়ার কারণ পিক্সেল ও পিক্সেল এক্স‌এল ডিভাইস এফসিসিতে ফার্স্ট জেনারেশন এইচটিসি কোম্পানি লিস্টেড করেছে। গত বছর পিক্সেল 2 ও পিক্সেল 2এক্স‌এল ডিভাইস এফসিসিতে এইচটিসি ও এলজি যৌথভাবে লিস্টেড করেছিল। কিন্তু এবার পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল স্বয়ং গুগল এফসিসিতে রোগ করেছে। মনে করা হচ্ছে স্বয়ং গুগল পিক্সেল ডিভাইসগুলি ডিজাইন করেছে।

গুগল পিক্সেল 3এক্স‌এলের ফোটো থেকে জানা গেছে ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং 1440+ পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ফোনটির একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম থাকবে এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে। গুগল পিক্সেল 3এক্স‌এলের নচে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেন্সর বা 3ডি ফেস রেকগনেশন সেন্সর থাকতে পারে।

ফোটোয় দেখা গেছে ফোনটির ডানদিকের প‍্যানেলে ওপরদিকে পাওয়ার বাটন এবং তার নিচে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। পিক্সেল 3এক্স‌এলের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে গুগলের লোগো দেওয়া হয়েছে। ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

The post 9 অক্টোবর লঞ্চ হতে পারে গুগল পিক্সেল 3 ও পিক্সেল এক্স‌এল, এফসিসিতে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/google-pixel-3-and-pixel-3-xl-cleared-fcc-certification-might-launch-on-9-october-in-bengali/feed/ 0
গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো হল লিক, নচ ডিসপ্লেসহ ডিজাইন ও স্পেশিফিকেশন জানা গেল https://www.91mobiles.com/bengali/google-pixel-3xl-image-leak-white-color-notch-display-design-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/google-pixel-3xl-image-leak-white-color-notch-display-design-specifications-in-bengali/#respond Mon, 30 Jul 2018 12:45:00 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=571 গত মাসে গুগলের আগামী স্মার্টফোন পিক্সেল 3এক্সএল সম্পর্কে একটি লিক সামনে এসেছিল যেখানে ফোনের নচ ডিসপ্লে ও অন্যান্য কিছু স্পেশিফিকেশন সম্পর্কে জানা গেছিল। আরও একবার গুগল পিক্সেল 3এক্সএল সমালোচনার শীর্ষে উঠে এসেছে। একটি নতুন লিকে ফোনটির ফোটো শেয়ার করা হয়েছে। ফোনটির ফোটো দেখে শুধুমাত্র ফোনটির ডিজাইন ও ডিসপ্লে সম্পর্কেই জানা যায়নি বরং ফোনটির স্পেশিফিকেশন সম্পরকেও […]

The post গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো হল লিক, নচ ডিসপ্লেসহ ডিজাইন ও স্পেশিফিকেশন জানা গেল first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে গুগলের আগামী স্মার্টফোন পিক্সেল 3এক্সএল সম্পর্কে একটি লিক সামনে এসেছিল যেখানে ফোনের নচ ডিসপ্লে ও অন্যান্য কিছু স্পেশিফিকেশন সম্পর্কে জানা গেছিল। আরও একবার গুগল পিক্সেল 3এক্সএল সমালোচনার শীর্ষে উঠে এসেছে। একটি নতুন লিকে ফোনটির ফোটো শেয়ার করা হয়েছে। ফোনটির ফোটো দেখে শুধুমাত্র ফোনটির ডিজাইন ও ডিসপ্লে সম্পর্কেই জানা যায়নি বরং ফোনটির স্পেশিফিকেশন সম্পরকেও জানা গেছে।

এক্সিডএ েডেডেভলপার্স তাদের রিপোর্টে গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো শেয়ার করেছে ডাক্তার গুরুর পক্ষ থেকে করা হয়েছে। এই রিপোর্টে ফোনের ফ্রন্ট, ব্যাক ও সাইড প্যানেল দেখানো হয়েছে। ফোনের ডিজাইন ও ফিচার বাদ ফিলেও এর লুক অত্যন্ত স্টাইলিশ ও আকর্ষক। রিপোর্টে দেখানো ফোনের মডেলটি সাদা রঙের। এই সাদা রঙের ফোনটির ডানদিকে পাওয়ার বাটন অরেঞ্জ রঙের দেওয়া হয়েছে যা অত্যন্ত আকর্ষক।

গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো থেকে জানা গেছে এটি নচ ডিসপ্লেসহ পেশ করা হবে। ফোনের নিচের দিকে বেজল আছে যেখানে স্পীকার দেখা যাচ্ছে। ফোনের নচে দুটি সেন্সর দেখা যাচ্ছে যা ক্যামেরা সেন্সর ও 3ডি ফেস রেকগনেশন সেন্সর হতে পারে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এক্টু ওপর দিকে দেওয়া হয়েছে এবং এর ওপর ভলিউম রকার বাটন আছে।

পিক্সেল 3এক্সএলের রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ব্যাক প্যানেলে নিচের দিকে গুগলের লোগো দেওয়া হয়েছে। নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সামনে আসা ফোটোয় ফোনটিকে ফার্স্টবুট মোডে এনে এর ফোটো ক্লিক করা হয়েছে। বুট থেকে জানা গেছে এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে।

গুগলের এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 845 চিপসেট দেওয়ার কথা জানা গেছে। টেক জগতে চর্চা চলছে গুগল তাদের পিক্সেল সিরিজের এই আগামী স্মার্টফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গেও পেশ করা হতে পারে যাতে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হতে পারে। ফোনটির সঠিক স্পেশিফিকেশনের জন্য গুগলের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো হল লিক, নচ ডিসপ্লেসহ ডিজাইন ও স্পেশিফিকেশন জানা গেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/google-pixel-3xl-image-leak-white-color-notch-display-design-specifications-in-bengali/feed/ 0