Home খবর 10 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold6 এবং Z Flip6, জানালো কোম্পানি

10 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold6 এবং Z Flip6, জানালো কোম্পানি

স্যামসাঙ শেষ পর্যন্ত তাদের পরবর্তী আনপ্যাকড ইভেন্ট (গ্যালাক্সি আনপ্যাকড জুলাই ২০২৪)-এর ডেট অফিসিয়ালি ঘোষণা করেছে। একটি প্রেস রিলিজ জারি করে কোম্পানি জানিয়েছে আগামী 10 জুলাই প্যারিসে আনপ্যাকড ইভেন্টের আয়োজন করবে। এছাড়া এই ইভেন্ট চলাকালীন কোম্পানির নতুন Galaxy Z সিরিজের অধীনে Galaxy Z Fold6 এবং Z Flip6 স্মার্টফোন লঞ্চ করবে বলে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। একইসঙ্গে কোম্পানি এই ইভেন্টে মাধ্যমে Watch7, Watch Ultra এবং Galaxy Ring পেশ করতে পারে।

লাইভ দেখতে পারবেন ইভেন্ট

যারা বাড়ি বসে এই ইভেন্ট লাইভ দেখতে চান তাদের জানিয়ে রাখি আগামী 10 জুলাই Samsung.com, স্যামসাঙ নিউজরুম এবং স্যামসাঙের YouTube চ্যানেলের মাধ্যমে দুপুর 3টে CEST অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টার সময় এই ইভেন্ট লাইভ দেখা যাবে। একইসঙ্গে এই স্মার্টফোনে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং শক্তিশালী ক্যামেরা দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার সম্পর্কে।

Samsung Galaxy Z Fold 6 এর স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy Z Flip 6 এর স্পেসিফিকেশন (লিক)